NE UpdatesHappeningsBreaking News
ফের অশান্তি মণিপুরে, ভাঙচুর, ইন্টারনেট বন্ধ
ওয়েটুবরাক, ২৮ এপ্রিল: মণিপুরের কুকি এলাকাগুলিতে সরকার উচ্ছেদ অভিযান শুরু করার পরেই উত্তেজনা চরমে। চূড়াচাঁদপুর জেলায় মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ আসার আগেই নিউ লামকা এলাকায় তাঁর জনসভার জন্য নির্দিষ্ট মঞ্চ ও দর্শকাসনে আগুন লাগিয়ে দিল দুষ্কৃতীরা। সেই সঙ্গে ইন্ডিজেনাস ট্রাইবাল লিডার্স ফোরাম মুখ্যমন্ত্রীর সফর বয়কট করে ৮ ঘণ্টার চূড়াচাঁদপুর বন্ধ পালন করল শুক্রবার। হাঙ্গামার আশঙ্কায় মুখ্যমন্ত্রী সফর বাতিল করেন। জেলায় ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় ইন্টারনেট পরিষেবাও বন্ধ রাখা হয়েছে। পুলিশের দাবি, সরকার বিরোধী বিক্ষোভে মদত দিচ্ছে কুকি জঙ্গিরা। ইতিমধ্যে তিনটি কুকি সংগঠনের সঙ্গে সংঘর্ষবিরতিও বাতিল করেছে সরকার। মূলত কুকি অধ্যুষিত চূড়াচাঁদপুর, কাংপোকপি ও টেংনাওপাল জেলায় সরকার উচ্ছেদ শুরু করেছে। তিনটি গির্জাও ভেঙে ফেলা হয়েছে। সরকারের দাবি, বহিরাগত কুকিরা জোর করে সরকারি জমি ও বনাঞ্চল জবরদখল করেছে। চালাচ্ছে আফিম চাষ।