NE UpdatesIndia & World UpdatesAnalyticsBreaking News
কেরলের বিজেপি সভাপতি পিল্লাই মিজোরামের রাজ্যপাল
BJP President of Kerala P.S. Pillai made Governor of Mizoram

২৬ অক্টোবর : কেরল বিজেপির রাজ্য সভাপতি পিএস শ্রীধরণ পিল্লাইকে মিজোরামের নতুন রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শুক্রবার পিল্লাইয়ের নাম উত্তরপূর্বের এই পাহাড়ি রাজ্যের রাজ্যপাল হিসেবে ঘোষণা করেন। এর আগে আসামের রাজ্যপাল জগদীশ মুখী মিজোরামের রাজ্যপাল হিসেবে অতিরিক্ত দায়িত্বভার গ্রহণ করেছিলেন। পিল্লাই বলেন, ‘কেন্দ্র সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে আমি আগেই অবগত ছিলাম। এ বার প্রধানমন্ত্রী নিজেই আমাকে কেরলের বাইরে কাজ করতে আগ্রহী কি না প্রশ্ন করেছিলেন।’
উল্লেখ্য, জম্মু-কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিককে গোয়ায় বদলি করা হয়েছে। তাঁর জায়গায় গিরিশচন্দ্র মুর্মুকে জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে। তাছাড়া প্রাক্তন সুরক্ষা সচিব রাধাকৃষ্ণ মাথুরকে কেন্দ্রশাসিত গোয়ার লেফটেন্যান্ট রাজ্যপাল হিসেবে নিয়োগ করা হয়েছে।