Barak UpdatesHappeningsBreaking News
ফাটকবাজারে কীর্তনের জায়গায় স্টল, এরা হিন্দুত্ববাদী? প্রশ্ন তমালের
ওয়েটুবরাক, ৩০ মার্চ: শিলচরের সাংসদ ডা. রাজদীপ রায় বলেছিলেন, বিজেপি আমলে যোগ্য প্রার্থীরাই চাকরি পেয়েছেন৷ বরাকে মেধার ঘাটতির কথা খোলামেলাই বলেছিলেন সে দিন৷ আজ মঙ্গলবার নির্বাচনী প্রচারের শেষলগ্নে একেই ইস্যু করলেন শিলচরের কংগ্রেস প্রার্থী তমালকান্তি বণিক৷ উপত্যকার যুবা ও অভিভাবকদের আবেগ উসকে তিনি জানতে চান, বিশ্বের কোন দেশে বরাকের ছেলেমেয়েরা নেই? প্রতিভা ছাড়াই এরা বিদেশে চাকরি করছে?
তমালবাবু এ দিন হিন্দুত্ব নিয়েই বিজেপিকে তুলোধোনা করেন৷ বলেন, ফাটকবাজারে কীর্তনের জায়গায় তিনটি স্টল তৈরি করেছে বিজেপি পরিচালিত পুরসভা৷ তাতে ৩৫ বছর ধরে চলা কীর্তন এ বার কোথায় কীভাবে হবে, এ নিয়ে মুশকিলে পড়তে হবে আয়োজকদের৷ কংগ্রেস প্রার্থীর প্রশ্ন, এ-ই বুঝি বিজেপির হিন্দুত্ব সুরক্ষা?
তাঁর কথায়, তাঁদের এখন নজর অন্যত্র৷ গান্ধীবাগ অন্যের হাতে তুলে দেওয়া, কাগজ কল বিক্রি করে দেওয়া, বিধবাদের প্রকল্পে সধবাদের টাকা পাইয়ে ইত্যাদিই বিজেপির কর্মকুশলতা৷
এ দিন সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পার্থরঞ্জন চক্রবর্তী, শরিফুজ্জামান লস্কর, দেবদীপ দত্ত, সজল বণিক, অলক কর, অতনু ভট্টাচার্য, রঞ্জন রায় প্রমুখ৷