NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
ফাইল ফেলে রাখা চলবে না, সচিবালয় কর্মীদের সতর্ক করে দিলেন মুখ্যমন্ত্রী
ওয়েটুবরাক, ২৯ জানুয়ারিঃ অসমের সচিবালয়ে কোনও পুরনো ফাইল পড়ে থাকা চলবে না৷ সচিবালয় কর্মচারীদের সঙ্গে শুক্রবার এক বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা৷ তিনি বলেন, এক বছরের মধ্যে সমস্ত পুরনো ফাইলের কাজ শেষ করতে হবে৷ সে জন্য সদ্ভাবনা নামে এক প্রকল্প ঘোষণা করেন তিনি৷ ওই প্রকল্পে একটি পোর্টাল খোলা হবে৷ সেখানে সাধারণ জনতা নিজেদের পড়ে থাকা ফাইলের কথা জানাবেন৷ কর্মীদের তা খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে৷ তাঁর আশা, ৪-৫ লক্ষ ফাইলের কাজ হবে এক বছরে৷
মুখ্যমন্ত্রী খেদ ব্যক্ত করেন, নিজেদের সহকর্মীর পেনশনের ফাইল আটকে রাখেন কর্মচারীরা৷ ক্যানসারে আক্রান্ত আমলার চিকিৎসা বিল পরিশোধের ফাইল পর্যন্ত নড়ে না৷ তাঁকে মুখ্যমন্ত্রীর কাছে অনুরোধ করতে হয়৷ এগুলি বড় লজ্জার, অমানবিক৷ সে সব না করতে তিনি সচিবালয় কর্মীদের সাবধান করে দেন৷
We're gearing up for a major drive to clear maximum pending files in Secretariat by 10 May 2023 as part of #ProjectSadbhavana.
At an interaction with officials, I urged them to make it a success, post which we can migrate to e-office system for efficient public service delivery. pic.twitter.com/5G2y07zRoM— Himanta Biswa Sarma (@himantabiswa) January 28, 2022