Barak UpdatesHappeningsBreaking News

‘ফলস’ ট্যাগ লাগানোর কর্তৃত্ব ফেসবুককে কে দিল? ক্ষুব্ধ আভা

৮ নভেম্বর: ‘পাকিস্তান জিন্দাবাদ’ ভিডিওতে ফেসবুকের ‘ফলস’ ট্যাগ লাগানো মেনে নিতে পারছে না অল আসাম বেঙ্গলি হিন্দু অ্যাসোসিয়েশন (আভা)৷ তাঁদের বক্তব্য, সত্যমিথ্যা বিচারের কর্তৃত্ব ফেসবুককে কে দিল? না ফরেন্সিক পরীক্ষা, না হল পুলিশি তদন্ত৷ ফেসবুক কী করে জেনে গেল, এটা ‘আজিজ খান জিন্দাবাদ’ বলা হয়েছে? আভা-র সভাপতি বাসুদেব শর্মা জানতে চান, বদরুদ্দিন আজমল শিলচরে এসেছেন, আর দলীয় কর্মীরা স্লোগান দিয়েছে বিধায়ক আজিজ খানের নামে? তা বিশ্বাসযোগ্য নয় বলেই মন্তব্য করেন তিনি৷ বাসুবাবুও পাকিস্তান জিন্দাবাদ স্লোগানের প্রেক্ষিতে মামলা করেছেন৷ তিনি বদরুদ্দিন আজমলকেই মুখ্য অভিযুক্ত বলে উল্লেখ করেন৷ তাঁর কথায়, আসামকে কাশ্মীর বানানোর ষড়যন্ত্রেরই অঙ্গ এটি৷

Rananuj

এ দিনের সাংবাদিক সম্মেলনে বরাক যুব মঞ্চ এবং হিন্দু সুরক্ষা সেনাও একই ইস্যুতে নিজেদের অভিমত প্রকাশ করে৷ আভার পক্ষে বাসুদেব শর্মা ছাড়াও উপস্থিত ছিলেন পার্থ দাস, কুসুমেশু পুরকায়স্থ, মৃগাঙ্ক ভট্টাচার্য ও শান্তনু সূত্রধর৷ বরাক যুব মঞ্চের প্রতিনিধিত্ব করেন সভাপতি মনোজ তালুকদার ও সম্পাদক কৃষ্ণ রায়৷ হিন্দু সুরক্ষা সেনার পক্ষে ছিলেন বসন্ত দাস৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker