Barak UpdatesHappeningsBreaking News

ফরমালিনের গন্ধে মোহিত ভ্যালি হাসপাতাল, আতঙ্ক

১৬ সেপ্টেম্বর: করোনায় আক্রান্ত ব্যক্তির মৃত্যু নিয়ে এমনিতেই থমথমে পরিবেশ৷ এরই মধ্যে ফরমালিনের গন্ধ ছড়িয়ে পড়ে ভ্যালি হাসপাতালের চারদিকে৷ নার্স-ওয়ার্ড বয়রা অস্বস্তিবোধ করতে থাকেন৷ দুই-একজন শ্বাসকষ্ট বোধ করেন বলে খবর ছড়িয়ে পড়ে৷ উদ্বিগ্ন হয়ে ওঠেন মেহেরপুর সহ শহরের মানুষ৷ বিশেষ করে, চিকিৎসাধীন রোগীর আত্মীয়-পরিজনেরা উৎকন্ঠায় ছোটাছুটি শুরু করেন৷ কেউ কেউ রোগী নিয়ে যেতে চাইলেন৷

Rananuj

ঘটনা রাত সাড়ে ৮টা নাগাদ৷ কিছুক্ষণের মধ্যে অবশ্য পরিস্থিতি স্বাভাবিক হয়৷ রোগীর আত্মীয়-স্বজনের অভিযোগ, রুম স্যানিটাইজ করতে ফরমালিন ব্যবহার করে ফেলে সংশ্লিষ্ট কর্মী৷ এতেই বিপত্তি বাঁধে৷ তবে ভ্যালি হাসপাতাল কর্তৃপক্ষ এ নিয়ে মুখ খুলতে না চাইলেও তাঁদেরই এক সূত্রে জানা গিয়েছে, তাদের কোভিড ওয়ার্ডে এক রোগীর মৃত্যু হলে ফরমালিন দিয়ে তা প্যাক করা হচ্ছিল৷ সে সময় ফরমালিনের বোতলের কর্ক না লাগানোয় গন্ধ ছড়িয়ে পড়ে৷ তবে কেউ অসুস্থ হননি৷ রুম স্যানিটাইজ করার কথাও তিনি অসত্য বলে উল্লেখ করেন৷ হাসপাতাল কর্তৃপক্ষ সরকারিভাবে কোনও মন্তব্য না জানানোয় বিভ্রান্তি রয়েই গিয়েছে৷ রয়েছে নানা চর্চাও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker