Barak UpdatesHappeningsBreaking News
পড়ুয়াদের পূর্ণাঙ্গ শিক্ষাদানের মন্ত্র নিয়ে চলেছে মহর্ষি বিদ্যামন্দির, রজত জয়ন্তীতে এসে বললেন চেয়ারম্যান
১৮ জানুয়ারি : পূর্ণাঙ্গ শিক্ষাদানের অঙ্গীকার নিয়েই এগিয়ে চলছে মহর্ষি গ্রুপ অব ইনস্টিটিউশন। পরম্পরাগত ও আধুনিক শিক্ষার মিশেলে পড়ুয়াদের সঠিকভাবে গড়ে তোলার প্রয়াস করছে এই শিক্ষা সংস্থান। এমন কথাই শোনালেন ইনস্টিটিউশনের চেয়ারম্যান ব্রহ্মচারী গিরিশ। শিলচর মহর্ষি বিদ্যামন্দিরের রজত জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন তিনি।
শনিবার রাজীব ভবনে শুরু হয় চারদিনের অনুষ্ঠান। এতে মুখ্য অতিথি ছিলেন ব্রহ্মচারী গিরিশ। তিনি বলেন, এই শিক্ষা সংস্থানের প্রতিষ্ঠাতা মহর্ষি মহেশ যোগীর আদর্শই আমাদের মূল পাথেয়। তিনি যে ভাবাদর্শে ভিত তৈরি করে গেছেন, বহমান রয়েছে সেই পরম্পরা। মহর্ষি বিদ্যামন্দিরও সফলতার সঙ্গে এই ভাবধারাকে সঙ্গী করে চলছে। তা বজায় থাকবে আগামীতেও, আশা প্রকাশ করেন ব্রহ্মচারী গিরিশ।
রজত জয়ন্তী উপলক্ষে চেয়ারম্যান ছাড়াও ভোপালের কেন্দ্রীয় কার্যালয় থেকে মহর্ষি গ্রুপ অব ইনস্টিটিউশনের আরিয়া নন্দ কুমার, যতীশ সাক্সেনা, মনীশ মন্ডলিক, অজয় গ্রোভর প্রমুখ উপস্থিত ছিলেন । তাঁদের সম্মান জানানো স্কুলের তরফে।
সংবর্ধনা দেওয়া হয় বিশেষ অতিথি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্যকেও। তিনি শিলচর মহর্ষির বর্ণময় শৈক্ষিক পথচলার প্রশংসা করেন। পড়ুয়াদের মধ্যে এ দিনের সঞ্চালনায় ছিল সূর্যাদিত্য শর্মা রায়, তপস্নিগ্ধা সেন, মৃন্ময় নাগ ও সঞ্চয়িতা ভট্টাচার্য। সহযোগিতা করেন শিক্ষিকা শতাক্ষী ভট্টাচার্য। অনুষ্ঠানের শুরুতে হয় গুরুপূজা। স্বাগত ভাষণ দেন অধ্যক্ষা শমিতা দত্ত। আড়াই দশকে স্কুলের যাত্রাপথকে মসৃণ করে তুলতে শিক্ষক -অশিক্ষক কর্মচারী, অভিভাবক সহ শুভানুধ্যায়ীদের অবদান অপরিসীম বলে উল্লেখ করেন তিনি।