India & World UpdatesHappeningsBreaking News
প্রয়াত পরিচালক তরুণ মজুমদার, শোক টলিউডে
৪ জুলাই ঃ প্রয়াত পরিচালক তরুণ মজুমদার। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯২ বছর। ১৪ জুন থেকে ভর্তি ছিলেন এসএসকেএম হাসপাতালে। রবিবার থেকে অবস্থার অবনতি হওয়ায় বর্ষীয়ান পরিচালককে ভেন্টিলেশনে রাখা হয়। পরিচালক তরুণ মজুমদারের মৃত্যুতে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে শোকের ছায়া নেমে এসেছে।
তরুণ মজুমদারের জন্ম পূর্ববঙ্গের বোগরায়। রসায়ন নিয়ে পড়াশোনা শেষ করে পরবর্তীকালে চলচ্চিত্র পরিচালনাই পেশা হিসেবে বেছে নেন স্কটিশচার্চ কলেজের এই প্রাক্তনী। শচীন মুখোপাধ্যায় ও দিলীপ মুখোপাধ্যায়ের সঙ্গে যৌথভাবে যাত্রিক গোষ্ঠীতে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ। প্রথম ছবি উত্তম-সুচিত্রা অভিনীত ‘চাওয়া-পাওয়া’। এরপর একের পর এক হিট ছবি তরুণ মজুমদারের ঝুলিতে। ‘বালিকা বধূ’, ‘শ্রীমান পৃথ্বীরাজ’, ‘দাদার কীর্তি’, ‘ভালবাসা ভালবাসা’ তার মধ্যে উল্লেখযোগ্য। শুধু ছবিই নয়, উপহার দিয়েছেন একের পর এক জুটি। প্রায় ষাট বছরের দীর্ঘ কেরিয়ার তাঁর। ১৯৫৯ সালে ছবির জগতে পা রাখা। প্রসঙ্গত, দীর্ঘ দুই দশক ধরে কিডনির সমস্যায় ভুগছিলেন। সঙ্গে ছিল একাধিক শারীরিক কষ্ট।
এ দিকে, মৃত্যুর আগে দেহদানের অঙ্গীকার করেছিলেন তরুণ মজুমদার। এর পাশাপাশি চক্ষুদানেরও কথা বলেছিলেন তিনি। সেজন্য এসএসকেএম হাসপাতালের অ্যানাটমি বিভাগে তাঁর দেহ দান করা হবে। পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে তাঁকে গান স্যালুটে শেষ বিদায় জানানোর প্রস্তাব জানানো হয়েছিল। কিন্তু তিনি এসব পছন্দ করতেন না বলে পরিবারের পক্ষ থেকে এতে সম্মতি দেওয়া হয়নি। এমনকি মরদেহে ফুলমালা দেওয়ার পক্ষেও তিনি ছিলেন না। সেজন্য এসব পুরোপুরি বর্জন করা হয়েছে।