Barak UpdatesHappeningsBreaking News
প্রিপেড স্মার্ট মিটারে অতিরিক্ত মাশুল, শনিবার শিলচরে নাগরিক সভা
ওয়েটুবরাক, ২৮ এপ্রিল : প্রিপেড স্মার্ট মিটার চালুর পর থেকে শিলচর শহরের নাগরিকদের অতিরিক্ত বিদ্যুৎ মাশুল প্রদান করতে হচ্ছে। এই অভিযোগ করেছে নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ৷ তাঁদের অভিযোগ, কেন এমনটা ঘটছে তার কোনও সদুত্তর এপিডিসিএল কর্তৃপক্ষের কাছে নেই। অন্যদিকে, শিলচর পৌরসভা পৌরকর বৃদ্ধিরও চক্রান্ত করছে।
এই সমস্যাগুলো সমাধানে আগামীতে কী ধরনের কার্যসূচি গ্রহণ করা যায় সে ব্যাপারে বিস্তারিত আলোচনার লক্ষ্যে আগামী ২৯ এপ্ৰিল শনিবার বেলা সাড়ে এগারোটায় এক সভার আয়োজন করা হয়েছে। শিলচরের আৰ্শীবাদ বিবাহ ভবনে ( জেলা গ্রন্থাগার ভবনের পাশে ) আয়োজিত সভায় সংগঠনের সব সদস্য, সদস্যাদের উপস্থিতি কামনা করেছেন সাধারণ সম্পাদক অতনু ভট্টাচার্য৷