Barak UpdatesHappeningsBreaking News
প্রাতঃভ্রমণেই থাউজেন্ড সায়ন্তনের সঙ্গে কথা বললেন সিংহল
ওয়েটুবরাক, ৪ জুলাই: শিলচর শহরের বিভিন্ন উন্নয়নমূলক বিষয় নিয়ে আজ রবিবার থাউজেন্ড সায়ন্তনের সদস্যরা কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহলের সাথে আলোচনা করেন। প্রাতঃভ্রমণ করতে করতেই তিনি আলোচনা চালিয়ে যান। অনেক কিছু জিজ্ঞেস করেন, অনেক কিছু জানার আগ্রহ প্রকাশ করেন। আলোচনায় উঠে আসে থাউজেন্ড সায়ন্তনের দীর্ঘদিনের মুখ্য দাবিগুলো৷ তাঁরা মন্ত্রীকে অনুরোধ করেন শিলচর মেডিক্যাল কলেজের ক্যাথ-ল্যাব এর কাজ যেন এই মাসেই শুরু করানো যায়। অনতিবিলম্বে যেন শিলচর মেডিক্যাল কলেজে নিউরো-ওটি তথা নিউরো সার্জিক্যাল চিকিৎসা পরিষেবার ব্যবস্থা করে দেন রাজ্যের স্বাস্থ্য দফতর।
শিলচর মেডিক্যাল কলেজকে মাল্টি সুপার স্পেশালিটি হসপিটাল বানানোর দাবি রাখেন কাছাড়ের অভিভাবক মন্ত্রীর কাছে । থাউজেন্ড সায়ন্তন অভিভাবক মন্ত্রীর কাছে শিলচরকে মিউনিসিপাল কর্পোরেশন সিটি হিসেবে গড়ে তোলারও দাবি জানান৷ পরে শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তীর সাথে আলোচনা করেও দাবিপত্রের প্রতিলিপি তাঁর হাতে তুলে দেন।