Barak UpdatesHappeningsBreaking News
প্রয়াত অধ্যাপক জয়তী চক্রবর্তীকে স্মরণ করলো উইমেন্স কলেজ
ওয়েটুবরাক, ১৫ মার্চ: উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে শুরু হল উইমেন্স কলেজ শিলচরের বার্ষিক সামাজিক উৎসব। বৃহস্পতিবার পতাকা উত্তোলন করে এই উৎসবের সূচনা করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি বুদ্ধদেব চৌধুরী ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. দেবশ্রী দত্ত।
কলেজের প্রয়াত অধ্যাপক জয়তী চক্রবর্তীর স্মরণে উৎসর্গিত করা হয় ২০২২-২৩ সালের ‘এষণা’ ম্যাগাজিন। আনুষ্ঠানিক ভাবে এর উন্মোচন করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি বুদ্ধদেব চৌধুরী, ড. দেবশ্রী দত্ত, ড. সুস্পিতা দাস, ড. সর্বাণী বিশ্বাস। প্রয়াত অধ্যাপক জয়তী চক্রবর্তীর বোন অপরাজিতা চক্রবর্তী তখন উপস্থিত ছিলেন।
ছাত্রীদের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বুদ্ধদেব চৌধুরী বলেন, এই সামাজিক সপ্তাহের মধ্য দিয়ে ছাত্রীরা নিজেদের খেলোয়াড় সুলভ মনোভাব ও দেশ গঠনের দায়িত্ববোধের চেতনাকে আরও এগিয়ে নিয়ে যাবে। ছাত্রীদের শুভকামনা জানিয়ে সকল প্রকার সহযোগিতার আশ্বাস দেন কলেজ পরিচালন সমিতির সভাপতি চৌধুরী। কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ দেবশ্রী দত্ত বলেন, তিনদিনের এই সামাজিক উৎসব সাজিয়ে তোলা হয়েছে নানা রকম খেলাধূলা দিয়ে৷ যেমন ১০০ মিটার রেস, ব্যাডমিন্টন, শট পুট, কাবাডি ইত্যাদি৷ সাংস্কৃতিক অনুষ্ঠানমালার মধ্যে রয়েছে নৃত্য, সংগীত, আলপনা, মেহেন্দি ইত্যাদি প্রতিযোগিতা।
এই প্রতিযোগিতাগুলির মাধ্যমে ছাত্রীদের প্রতিদিনের পড়াশোনার বাইরে কো-কারিকুলার অ্যাক্টিভিটির সর্বাঙ্গীণ উন্নয়ন সম্ভব। তিনি ছাত্রীদের সকল ধরনের খেলাধূলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে কলেজের এনসিসি ইউনিটের তরফে প্যারেড প্রদর্শনও করা হয়।