Barak UpdatesHappeningsBreaking News
প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে যুব মোর্চর রক্তদান শিবির শিলচরে
সহযোগিতায় ব্লাড ডোনার্স ফোরাম এবং ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টার
ওয়ে টু বরাক, ১৮ সেপ্টেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৪তম জন্মদিন উদযাপন উপলক্ষে এক রক্তদান শিবিরের আয়োজন করে ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা কমিটি। উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সম্পাদক কনাদ পুরকায়স্থ, শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী, বিজেপির জেলা সহ-সভাপতি রাজেশ কুমার দাস ও অমিয় কান্তি দাস, বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটির সভাপতি দেবব্রত পাল, সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত, ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাংকের মেডিকেল অফিসার ডা. দিলোয়ার হোসেন প্রমুখ।
শিলচর ইটখোলার বিজেপি কার্যালয়ে ১৮ সেপ্টেম্বর সকাল সাড়ে ১১টায় শিবিরের উদ্বোধন হয়। শিবিরের সহযোগিতায় ছিল বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কাছাড় জেলা কমিটি এবং তত্বাবধানে ছিল কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড সেন্টার। এ দিন রক্তদানের বিভিন্ন উপকারিতা নিয়ে আমন্ত্রিত অতিথিরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
এদিন মোট ৩৭ জন রক্তদান করেন। হিমোগ্লোবিনের মাত্রা কম থাকায় এবং উচ্চ রক্তচাপ জনিত কারণে অনেকেই আজ রক্তদান করতে পারেননি। সকল রক্তদাতাকে ব্লাড ডোনার্স ফোরামের পক্ষ থেকে শংসাপত্র ও মেডেল এবং কাছাড় ক্যান্সার হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের পক্ষ থেকে পৃথক শংসাপত্র প্রদান করা হয়।
ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা কমিটির সভাপতি অমিতেশ চক্রবর্তীর অক্লান্ত পরিশ্রমে অনুষ্ঠিত শিবিরে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিজেপি জেলা সভাপতি বিমলেন্দু রায়, লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রায়, উধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, বিজেপি জেলা সহ-সভাপতি অমিতাভ রাই, রাজেশ কুমার দাস, অমিয় কান্তি দাস ও গোপাল কান্তি রায়, সাধারণ সম্পাদক ঝলক চক্রবর্তী, সম্পাদক সৌমিত্র কুমার দেব, ভারতীয় জনতা যুব মোর্চার কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি সুকান্ত শুক্লবৈদ্য ও বিমল দাস, সাধারণ সম্পাদক সোহম ঠাকুর, কোষাধ্যক্ষ অর্কদীপ ভট্টাচার্য ও জয়দীপ রায়, সম্পাদক বৈশালী দত্ত রায় প্রমুখ।
এদিন দায়িত্ব নিয়ে সুচারুরূপে শিবির পরিচালনায় ছিলেন বরাকভ্যালি ভলান্টারি ব্লাড ডোনার্স ফোরামের কেন্দ্রীয় সম্পাদক আশু পাল, কেন্দ্রীয় প্রচার সচিব সুজয় নাথ, কেন্দ্রীয় অফিস সম্পাদক প্রবাল বনিক, কাছাড় জেলা কমিটির সহ-সভাপতি রঞ্জিতকুমার মিশ্র, সহ-সম্পাদক অনুপ দত্ত ও দেবালয় ভাওয়াল, যুগ্ম সম্পাদক শিবম দাস, কোষাধ্যক্ষ কল্যাণ পাল, মহিলা শাখার সদস্য কিনকিনি দে দত্ত প্রমুখ।
শিবিরে কাছাড় ক্যানসার হাসপাতাল ব্লাড ব্যাঙ্কের আরএমও ডা. দিলওয়ার হোসেনের নেতৃত্বে রক্ত সংগ্রহ করা হয়। তাঁকে সহযোগিতা করেন কাউন্সিলর শতরূপা কংসবনিক, টেকনিশিয়ান সুপারভাইজার জহিরুল ইসলাম, টেকনিশিয়ান আহমেদ নেওয়াজ সহ অনুরাধা দেব, মমতা রাজবংশী, আয়ান চাকমা, পিংকি রবিদাস রাহুল মালা প্রমুখ। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ফোরামের কাছাড় জেলা সম্পাদক সব্যসাচী রুদ্রগুপ্ত।