Barak UpdatesHappenings

জীবনজ্যোতিতে অত্যাধুনিক ক্যাথল্যাব-ওটি কমপ্লেক্স, উদ্বোধন করলেন স্বাস্থ্যমন্ত্রী

ওয়েটুবরাক, ৩০ এপ্রিল:— শিলচর মেহেরপুরস্থিত জীবনজ্যোতি চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠানে রবিবার একটি অত্যাধুনিক ক্যাথল্যাব ও আটটি অস্ত্রোপচার কক্ষযুক্ত ওটি কমপ্লেক্স আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন রাজ্যের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী কেশব মহন্ত । শিলচরের সাংসদ তথা জীবন জ্যোতি চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠান পরিচালন সঞ্চালক ডা: রাজদীপ রায়ের উপস্থিতিতে রবিবার বিকেলে এই ক্যাথল্যাব ও আটটি ওটি কমপ্লেক্সের উদ্বোধন করে মুখ্য অতিথি স্বাস্থ্যমন্ত্রী বলেন যে বরাক উপত্যকার স্বাস্থ্য খন্ডের উত্তরণের সঙ্গে উপত্যকাটির মানুষের জন্য অত্যাধুনিক চিকিৎসা সুনিশ্চিত করতে মুখ্যমন্ত্রী ড: হিমন্ত বিশ্বশর্মার নেতৃত্বে রাজ্য সরকার বিশেষ গুরুত্ব আরোপ করেছে । উপত্যকাটির দ্বিতীয় চিকিৎসা মহাবিদ্যালয় হিসেবে করিমগঞ্জ চিকিৎসা মহাবিদ্যালয় এর নির্মাণ কাজ শীঘ্রই আরম্ভ করতে রাজ্য সরকার প্রস্তুতি শুরু করেছে বলে তিনি জানান । করিমগঞ্জের চিকিৎসা মহাবিদ্যালয়ে ৫০০টি বিছানা যুক্ত চিকিৎসালয় নির্মাণ করা হবে বলে জানিয়ে মন্ত্রী বলেন যে, বর্তমান সরকার শিলচর মেডিকেলে ২০০০ টি বিছানাযুক্ত চিকিৎসা মহাবিদ্যালয় এ সম্প্রসারণ করতে ব্যবস্থা নেওয়া হচ্ছে । জাইকা থেকে ঋণ নিয়ে আসাম সরকার রাজ্য স্বাস্থ্য পরিকাঠামো সবলীকরণ প্রকল্পের অধীনে বরাকবাসীর মানুষের সুবিধার্থে শিলচর মেডিকেলে একটি অত্যাধুনিক সুপারস্পেশালিটি হাসপাতাল নির্মাণ করতেও সিদ্ধান্ত নেওয়া হয়েছে , এর কাজ চলতি বর্ষ থেকেই আরম্ভ করা হবে বলে তিনি জানান । একইভাবে লক্ষ্মীপুর করিমগঞ্জ ও হাইলাকান্দিতে নতুন অসামরিক চিকিৎসালয় নির্মাণ করা হবে বলে তিনি ঘোষণা করেন । অপরদিকে বরাকের কর্কট রোগীদের উপত্যকাটিতে বিশ্বমানের সুলভ চিকিৎসা সেবা উপলব্ধ করার জন্য একটি অত্যাধুনিক কর্কট চিকিৎসালয় নির্মাণ কার্য সম্পূর্ণ হওয়ার পথে বলে তিনি উল্লেখ করেন । রাজ্যটির রেশন কার্ড থাকা প্রতিটি হিতাদিকারি পরিবারের জন্য প্রতিবছর পাঁচ লাখ টাকা পর্যন্ত বিনামূল্যের চিকিৎসা সেবার সুবিধা সুনিশ্চিত করতে আসাম সরকার বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে বলে মন্ত্রী জানান । কেন্দ্র সরকারের আয়ুষ্মান ভারত, প্রধানমন্ত্রী জন্ আরোগ্য যোজনা এর রেশন কার্ড হিতাদিকারী পরিবারবর্গকেও বছরে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত অত্যাধুনিক চিকিৎসা সেবার সু নিশ্চয়তা প্রদান করতে মুখ্যমন্ত্রী র বিশেষ পরিকল্পনায় রাজ্য সরকারের স্বাস্থ্য বিভাগ মুখ্যমন্ত্রী আয়ুষ্মান অসম জন আরোগ্য যোজনা নামে নতুন চিকিৎসা নিশ্চয়তা যোজনা অতি শীঘ্রই আরম্ভ করতে তৈরি হয়েছে বলে মন্ত্রী বলেন । আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন্আরোগ্য যোজনা এর উপরন্তু আগামী দশ মে থেকে কার্যকরী হওয়ার জন্য রাজ্য সরকার এই নতুন প্রকল্প এর সুবিধা জীবন জ্যোতি চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠানেও উপলব্ধ হবে । অপরদিকে রাজ্যের সরকারি কর্মচারীদের স্বাস্থ্যসেবার সুবিধার সুনিশ্চিত করতে রাজ্যে অসম লোকসভা আরোগ্য যোজনা শীর্ষক নতুন স্বাস্থ্য প্রকল্প শীঘ্রই শুরু করতে রাজ্য সরকারের প্রস্তুতি সম্পূর্ণ বলে তিনি জানান । এই উদ্বোধনী অনুষ্ঠানের শিলচরের বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী লক্ষ্মীপুরের বিধায়ক কৌশিক রাই , কাছাদের জেলা উপ।যুক্ত রোহনকুমার ঝা , এসপি নোমল মাহাতো শিলচর মেডিকেলের অধ্যক্ষ বাবুল বেজবরুয়া, কলকাতা স্থিত বিরলা হাসপাতালের চিকিৎসা বিশেষজ্ঞ ডাক্তার রতন কুমার দাস , এবং জীবন জ্যোতি চিকিৎসা বিজ্ঞান প্রতিষ্ঠানের সঞ্চালক ডক্টর সুকোমল পুরস্কারও অংশ নেন ।

 

 

স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত রবিবার রাতে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গিয়ে চিকিৎসালয়টির সঙ্গে জড়িত বিভিন্ন দিক পর্যালোচনা করেন । মেডিকেল কলেজটির বিগত বর্ষের যাবতীয় খতিয়ান সম্পর্কে অবহিত হয়ে পরিকাঠামগত উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতির বিষয়েও বিভাগীয় মন্ত্রী পর্যালোচনা করেন । এই কলেজটিতে অটল অমৃত অভিযান ও আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন্ আরোগ্য যোজনা কার্যকরীকরন সম্পর্কেও বিস্তারিতভাবে অবহিত হন । মেডিকেল কলেজটিতে উপলব্ধ সুবিধা ও প্রয়োজনীয়তা সমূহের বিষয়ে অবহিত হয়ে মন্ত্রী সেগুলি পূরণ করা হবে বলে জানান । এই বইটাকে সাংসদ ড।:রাজদীপ রায়, বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী, বিধায়ক কৌশিক রাই, উপায়ুক্ত রোহন কুমার ঝা , কলেজটির অধ্যক্ষ ডাক্তার বাবুল বেজবরুয়া, অধিক্ষক ভাস্কর গুপ্ত সহ জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক, বিভিন্ন বিভাগীয় আধিকারিক সহ লোক নির্মাণ বিভাগের (গৃহ) কার্যবাহী বাস্তুকার ও বিদ্যুৎ বিভাগের আধিকারিক অংশ নেন ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker