Barak UpdatesHappeningsBreaking News
বৃদ্ধ ও প্রতিবন্ধীদের বাড়ি বাড়ি করোনা ভ্যাকসিন পৌঁছে দেওয়ার দাবি
ওয়েটুবরাক, ৭ মেঃ করোনা প্রতিষেধকের জন্য সর্বত্র দীর্ঘ লাইন। ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থাকার পরই মিলতে কোভিশিল্ড বা কোভ্যাকসিনের এক ডোজ। এই অবস্থায় প্রতিবন্ধীরা মুশকিলে রয়েছেন। তাঁদের পক্ষে লাইনে দীর্ঘসময় দাঁড়িয়ে থাকা সম্ভব নয়। একই অবস্থা বৃদ্ধদের। তাই তাঁদের বাড়ি বাড়ি করোনা ভ্যাকসিন পাঠানোর দাবি জানিয়েছে সক্ষম। আজ শুক্রবার স্বাস্থ্য বিভাগের করিমগঞ্জের যুগ্ম সঞ্চালক অনুপকুমার দৈত্যারির সঙ্গে দেখা করে তাদের এক প্রতিনিধি দল এক স্মারকলিপি পেশ করে। ওই প্রতিনিধি দলে ছিলেন পার্থ দাস, ড. দেবতোষ পাল, ঝুমা দাস ও রুবি দে।