Barak UpdatesHappeningsBreaking News
প্রতিটি ব্লক পিএইচসিতে অক্সিজেন কনসেনট্রেটরের সুবিধা দাবি থাউজেন্ড সায়ন্তনের
ওয়েটুবরাক, ২৫ ফেব্রুয়ারি : কাছাড় জেলার গ্রামীণ স্বাস্থ্য পরিকাঠামোর উন্নতি ও একে আধুনিকতর করে তোলার দাবিতে সরব হল থাউজেন্ড সায়ন্তন৷ সুনির্দিষ্ট কিছু দাবিপ্রস্তাব নিয়ে তাঁরা শুক্রবার সাক্ষাৎ করেন স্বাস্থ্য দফতরের কাছাড় জেলার যুগ্ম সঞ্চালকের সঙ্গে৷ বলেন, প্রতিটি ব্লক পিএইচসিতে অক্সিজেন কনসেনট্রেটর, পোর্টেবল ইসিজি মেশিনের সুবিধা দাবি থাকতে হবে| থাকতে হবে থ্রম্বোলাইসিস ইঞ্জেকশনও৷ যাতে হৃদরোগে আক্রান্ত কোনও রোগী এলে প্রাথমিক চিকিৎসাটুকু করা যায়৷ পরে তাঁদের অন্যত্র পাঠানো যেতে পারে৷
স্মারকপত্রের অন্যান্য দাবিপ্রস্তাবের মধ্যে রয়েছে, ব্লক পিএইচসিগুলিতে লেবার অপারেশন থিয়েটারে ফ্লাশলাইট আছে কিনা বা সঠিকভাবে কাজ করছে কিনা তা নিয়মিত দেখভাল করতে হবে। ব্লক পিএইচসিগুলিতে অ্যান্টি রেবিস ইনজেকশন মজুত রাখতে হবে।