India & World UpdatesHappeningsBreaking News
প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এ বার বাংলাদেশও
১৫ জানুয়ারিঃ দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে এ বার বাংলাদেশ সেনা অংশ নিচ্ছে। এই প্রথম প্রতিবেশী রাষ্ট্রটির সেনাদল কুচকাওয়াজে অন্তর্ভুক্ত হল। ঢাকা থেকে বাংলাদেশ সেনার ৫০ জনের একটি দল ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে মহড়া শুরু করেছে।
বিদেশ মন্ত্রকের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, ভারত এবং বাংলাদেশের মধ্যে কূটনৈতিক সম্পর্কের পঞ্চাশ বছর। বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও পঞ্চাশ বছর পূর্তি। বাংলাদেশের সেনারা এই উদযাপনকে স্মরণীয় করে রাখতে প্রজাতন্ত্র দিবসে কুচকাওয়াজ করবেন। দু’দেশের প্রধানমন্ত্রী গত মাসেই ঘোষণা করেছেন, গোটা বছর ধরেই যৌথ উদ্যোগে বিভিন্ন অনুষ্ঠান এবং উদযাপন চলতে থাকবে।পাশাপাশি সেনাপ্রধান এমএম নরবণে টুইট করে জানিয়েছেন, একাত্তরের যুদ্ধে বীরত্বের জন্য খেতাব পাওয়া সেনাদের গ্রামের মাটি এনে রাখা হবে দিল্লির জাতীয় যুদ্ধ স্মারকে।
“গোটা বছরটিই সোনালি জয়ের বছর হিসাবে উদযাপিত হবে, দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠান হবে,’’ ঘোষণা করেছেন নরবণে।