NE UpdatesHappeningsBreaking News

পেঙেরিতে আলফা-পুলিশ সংঘর্ষ, লিঙ্কম্যান জখম, আগ্নেয়াস্ত্র উদ্ধার

ওয়েটুবরাক, ২১ ডিসেম্বর: আলফা (স্বাধীন)-র ছয়-সাতজনের একটি দল তিনসুকিয়া জেলার পেঙেরিতে ঘাঁটি গেড়েছে, গোয়েন্দা সূত্রে খবর পেয়ে পুলিশ তদন্তে নেমে চারজন লিঙ্কম্যানকে গ্রেফতার করে৷ তাদের জিজ্ঞাসাবাদের সূত্রে মঙ্গলবার রাতে পুলিশ-সেনার যৌথ বাহিনী পেঙেরির জঙ্গলে অভিযান চালায়৷ সঙ্গে ছিল ধৃত লিঙ্কম্যানরা৷ তারা জঙ্গিদের খাবার সরবরাহ করছিল বলে স্বীকার করে৷ কোথায় সে সব খাবার পৌঁছে দেওয়া হতো, ওই জায়গাটি দেখানোর জন্যই এরা এগোচ্ছিল৷ আচমকা নিরাপত্তা রক্ষীদের লক্ষ্য করে গুলিচালনা শুরু হয়৷ নিরাপত্তা রক্ষীরা পাল্টা জবাব দেয়৷ ঘটনা কুয়াশাঘেরা ভোররাতে সংঘটিত হওয়ায় জঙ্গিরা কোনদিকে পালিয়েছে, কেউ হতাহত হলো কিনা বোঝা যায়নি৷ পুলিশের দাবি, উভয় পক্ষের সংঘর্ষ থামার পর তাঁরা দেখতে পান, তাদের সঙ্গে থাকা লিঙ্কম্যান অমৃত মুখিয়া গুলিবিদ্ধ হয়ে কাতরাচ্ছে৷ তার পায়ে গুলি লেগেছে৷ পুলিশ জানিয়েছে, ২৯ বছর বয়সী মুখিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ চিকিৎসা চলছে৷ অন্য তিন ধৃতকে নিজেদের হেফাজতে রাখা হয়েছে৷

পুলিশ-সেনা যৌথ বাহিনী পেঙেরি-ডিগবয় সড়ক বন্ধ করে তল্লাশি চালাচ্ছে৷ বিশাল এলাকা জুড়ে কর্ডন গড়ে পলাতক আলফা জঙ্গিদের সন্ধান করা হচ্ছে৷ ঘটনাস্থল থেকে বেশ কিছু বিস্ফোরক উদ্ধার করা হয়েছে৷ বাজেয়াপ্ত সামগ্রীর মধ্যে রয়েছে দুটি গ্রেনেড, বুলেটপ্রুফ জ্যাকেটও৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker