Barak UpdatesHappeningsBreaking News
এনএইচএম এমপ্লয়িজ-এর দাবিতে ইতিবাচক সাড়া দিলেন মন্ত্রী কেশব
ওয়েটুবরাক,২৯ নভেম্বর: সমহারে বেতন ও অন্যান্য রাজ্য কর্মচারীদের সম মর্যাদার সুযোগ সুবিধার দাবিতে ইতিবাচক সাড়া দিলেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত। রবিবার এন এইচ এম এমপ্লয়িজ আ্যসোসিয়েশন (এন ই এ)-র কাছাড় জেলা কমিটির এক প্রতিনিধি দল দয়াপুর গেস্ট হাউসে গিয়ে মিলিত হয় এবং মন্ত্রীর হাতে এক স্মারকপত্র তুলে দেয়। মেমোরেন্ডাম হাতে নিয়ে মনোযোগ সহকারে পাঠ করে মহন্ত বলেন, বিষয়টি সরকারের কাছে আগে উপস্থাপিত হয়েছে। তবে এবারে নোট করে বিষয়টির ফাইল এগিয়ে নিয়ে যাবেন বলে উপস্থিত প্রতিনিধিদের আশ্বস্ত করেন ।
এদিন এন ই এ-র কাছাড় জেলা কমিটির সভাপতি ইকবাল বাহার লস্করের প্রতিনিধিত্বে দলটি মন্ত্রীর সঙ্গে দেখা করে তাদের দীর্ঘদিনের দাবি উপস্থাপন করে। রাজ্যের মধ্যে অন্যান্য ‘মিশন মুড’ বিভাগের তুলনায় এন এইচ এম কর্মচারীদের বেতন নগণ্য সত্ত্বেও ২৪x৭ সময়ে কাজ করেন স্বাস্থ্য বিভাগের কর্মীরা। অতিমারি কোভিডের সময়ে কাজ করে অনেক কর্মী প্রাণও হারিয়েছেন। কিন্তু রাজ্য সরকারের অন্যান্য বিভাগের মতো ন্যূনতম সু্যোগ সুবিধা পাচ্ছেন না। এসব বিষয় সমুহ উপস্থিত কার্যকরী সভাপতি নিবেদিতা সি়ংহ, সাধারণ সম্পাদক হিমেন্দুশেখর নাথ, অফিস সচিব ইর্শাদুর রহমান লস্কর, কার্যকরী সদস্য ওয়াসিম জাভেদ চৌধুরী, শিবানী নাথ, জাকির হোসেন, ড০ গুলবাহার রাজ প্রমুখ মন্ত্রীর কানে তুললে তারা মনযোগ সহকারে শোনেন এবং ইতিবাচক সাড়া দেন। সাক্ষাৎকারের সময়ে এন ই এ-র কাছাড় জেলার কমিটির উপদেষ্টা রাহুল ঘোষ মন্ত্রীর কাছে বিভাগীয় কাজের বিভিন্ন দিক তুলে ধরেন এব্ং উপস্থাপিত দাবিগুলো পূরণের দাবি জানান। এসময়ে ছিলেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক তথা সংস্থার উপদেষ্টা ডাঃ আশুতোষ বর্মণও ।