Barak UpdatesHappeningsBreaking News
পূবালী ও স্বাস্থ্য বিভাগের আয়োজনে সিভিলে রক্ত দিলেন ২৪ জন
ওয়ে টু বরাক, ২ মে ঃ আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে পূবালী সামাজিক ও সাংস্কৃতিক ক্রীড়া সংস্থা এবং জেলা যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের যৌথ উদ্যোগে এক রক্তদান শিবিরের আয়োজন করা হয় শিলচর সিভিল হাসপাতালের আমসা হাউসে। সোমবার সকাল দশটায় পূবালী সংস্থার বরিষ্ঠ সদস্য তপন ভট্টাচার্যের পৌরোহিত্যে প্রদীপ প্রজ্জ্বলন এবং বিশ্বরাজ চক্রবর্তীর স্তোত্র পাঠের মাধ্যমে এই রক্তদান শিবিরের শুভারম্ভ করা হয়।
এই শিবিরের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিভাগের যুগ্ম সঞ্চালক ড. আশুতোষ বর্মন, বার্তালিপির সম্পাদক অরিজিত আদিত্য, ড. ধ্রুব রাজবংশী, ড. রাজীব বিশ্বাস এবং আশু পাল সহ গণ্যমান্য ব্যক্তিগ। পাশাপাশি উপস্থিত ছিলেন মোঃ ওয়াসিম জাবেদ চৌধুরী ও (টেকনিক্যাল সুপারভাইজার ব্লাড ব্যাংক সিভিল) তার সহকর্মীরা। সংস্থার পক্ষ থেকে ছিলেন সভাপতি সুপ্রিয় ভট্টাচার্য, সহ-সভাপতি দ্বয়, সাধারণ সম্পাদক সহ অন্যান্য সদস্য-সদস্যা।
এই শিবিরে উপস্থিত বক্তারা তাদের বক্তব্যে রক্তদানের বিভিন্ন মাহাত্ম্য সম্পর্কে আলোকপাত করেন। এই রক্তদান শিবিরে মোট ৩৩ জন রক্তদাতা উপস্থিত হয়েছিলেন। কিন্তু বিভিন্ন কারণে সবাই রক্তদান করতে পারেননি। তবে ২৪ জন দাতা রক্তদান করেছেন। প্রত্যেক রক্তদাতাকে পূবালী এবং এসএম দেব সিভিল হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে শংসাপত্র প্রদান করা হয়। পূবালী সংস্থার সাধারণ সম্পাদক প্রণব কল্যাণ দে জানিয়েছেন, আগামী দু-এক দিনের মধ্যেই ভারত সরকারের স্বাস্থ্য এবং পরিবার কল্যাণ মন্ত্রকের পক্ষ থেকেও শংসাপত্র প্রদান করা হবে।
রক্তদান শিবিরের আয়োজনকে সাফল্য মণ্ডিত করে তোলার জন্য পূবালী সংস্থার সভাপতি প্রত্যেক রক্তদাতাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই শিবিরের আয়োজেনর সঙ্গে জড়িত প্রত্যেক ব্যক্তিকেও ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি সমাজের কল্যাণমূলক কাজে এভাবেই এগিয়ে আসতে সকলের প্রতি আহ্বান জানান। রক্তদান শিবির অনুষ্ঠানটির সঞ্চালকের ভূমিকায় ছিলেন পূবালী সংস্থার বিশিষ্ট সদস্য শান্তনু সেনগুপ্ত ।