Barak UpdatesHappeningsBreaking News

জল মাপতে চারদিনের সফরে শুক্রবার বরাকে আসছেন প্রদেশ কংগ্রেস সভাপতি

ওয়েটুবরাক, ৭ সেপ্টেম্বর : সুস্মিতা দেবের দলত্যাগের পর কংগ্রেসের ক্ষয়ক্ষতির পরিমাপ করে প্রয়োজনীয় পরামর্শ দিয়ে কর্মীদের চাঙ্গা করতে প্রদেশ সভাপতি ভূপেনকুমার বরা চারদিনের সফরে বরাক উপত্যকায় আসছেন৷ সঙ্গে রয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া ও উপনেতা রকিবুল হোসেন৷ থাকবে প্রদেশ কংগ্রেস কার্যবাহী সভাপতি বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ-ও৷

সভাপতির নেতৃত্বে প্রদেশ কংগ্রেসের উচ্চপদস্থ দলটি আগামী শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে কুম্ভীরগ্রাম বিমানবন্দরে অবতরণ করবেন৷ শিলচর সার্কিট হাউসে প্রাতঃরাশ সেরে তাঁরা হাইলাকান্দিতে চলে যাবেন৷ সেখানে বেলা ২টায় কর্মীসভার আয়োজন করা হয়েছে৷ তাতে উপস্থিত থাকবেন তাঁরা৷ পরে কথা বলবেন সেখানকার বিভিন্ন সংগঠন ও প্রতিনিধিস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে৷ সে রাত হাইলাকান্দিতে কাটিয়ে শনিবার তাঁরা চলে যাবেন করিমগঞ্জে৷

সেখানে বেলা সাড়ে এগারোটায় এক কর্মীসভায় ভূপেনকুমার বরা, দেবব্রত শইকিয়ারা বক্তৃতা করবেন৷ কথা বলবেন সংগঠনের বিভিন্ন শাখার জেলা প্রধানদের সঙ্গে ৷ করিমগঞ্জের বিভিন্ন সংগঠন ও প্রতিনিধিস্থানীয় ব্যক্তিবর্গের সঙ্গে তাদের মতবিনিময় বিকেল তিনটায়৷ রাত কাটাবেন করিমগঞ্জেই৷ রবিবার শিলচরে এসে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মিলিত হবেন তাঁরা৷ সুস্মিতা দেবের দলত্যাগে সবচেয়ে ক্ষতি হয়েছে কাছাড় কংগ্রেসেরই৷ মূলত এখানকার জল মাপতেই প্রদেশ কংগ্রেস প্রতিনিধি দলটির এই সফর৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker