India & World UpdatesAnalyticsBreaking News
পুলিশ মেডেল গ্যালান্ট্রি পাচ্ছেন আসামের ৫, সারা দেশে ২১৫
১৪ আগস্ট : স্বাধীনতা দিবসে লালকেল্লায় সারা দেশের অনেক পুলিশকর্মীকে কৃতিত্বের জন্য পুরস্কৃত করে কেন্দ্র সরকার। যে সব পুলিশ কর্মী শনিবার পুরস্কৃত হবেন তাঁদের তালিকা প্রকাশ করেছে স্বরাষ্ট্র মন্ত্রক। তালিকাতে গৌরবময় কৃতিত্বের জন্য পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি, প্রেসিডেন্ট পুলিশ মেডেল এবং পুলিশ মেডেল অন্তর্ভুক্ত রয়েছে। প্রকাশিত তালিকায় আসামের ৫ জন রয়েছেন। এঁরা হলেন সাব ইন্সপেক্টর অনুপম গোয়ালা এবং ৪ কনস্টেবল কুশল দাস, তিথেশ্বর শইকিয়া, অশ্বিনী কুমার শইকিয়া ও চাম হাম চাখাপ। তালিকায় অরুণাচল প্রদেশ ও ছত্তিশগড়ের ৩ জন করে রয়েছেন। দিল্লির রয়েছেন ১৬ জন।
মোট ২১৫ জন পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি (পিএমজি) পাচ্ছেন। ৮০ জনকে প্রেসিডেন্ট পুলিশ মেডেল দিয়ে সম্মানিত করা হবে এবং ৬৩১ জনকে প্রংশসনীয় সেবার জন্য মেডেল দেওয়া হবে। জম্মু ও কাশ্মীর পুলিশ মোট ৮১টি পদক নিয়ে পুলিশ মেডেল ফর গ্যালান্ট্রি-র তালিকার শীর্ষে রয়েছে। এছাড়াও স্বাধীনতা দিবসে সিআরপিএফ ৫১টি পদক পাচ্ছে।