Barak UpdatesHappeningsBreaking News
পুলিশ-জনতা বন্ধুত্বপূর্ণ সম্পর্কে জোর কাছাড়ের নয়া পুলিশ সুপারের
১৯ মে : ২০১৩ সালে কিছুদিন কাছাড় জেলায় অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে কাজ করার অভিজ্ঞতা এ বার কাজে লাগাবেন নয়া পুলিশ সুপার বৈভব চন্দ্রকান্ত নিম্বালকর। দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বললেন, জনগণ ও পুলিশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক যাতে সবসময় বহাল থাকে তিনি সেই চেষ্টা করে যাবেন। তবে তিনি আইন অমান্যকারীদের কোনওভাবে রেহাই দেবেন না বলে কড়া ভাষায় জানিয়ে দেন।
নয়া পুলিশ সুপার বলেন, তাঁর কার্যকালে জেলার আইনের শাসনের ক্ষেত্রে উচ্চ-নিচ ভেদাভেদ থাকবে না। কোনও পুলিশ কর্মী আইনের পরিপন্থী কাজ করলেও তাকে সাজা ভোগ করতে হবে। তবে যারা আইনের শাসন মেনে চলবেন, তাদের বেলা ভয়ের কিছু নেই।
কাছাড়ের জনগণকে এ দিন তিনি কোভিড বিধি আরও জোরদারভাবে মেনে চলার বার্তা দেন। তাঁর কথায়, সরকার যে সব বিধিনিষেধ আরোপ করেছে, তা সবাইকে কঠোরভাবে মেনে চলতে হবে। জনগণকেই খেয়াল রাখতে হবে কেউ বিধি লঙ্ঘন করছে কি না। আর আইন অমান্যকারীদের বুঝিয়ে কাজ না হলে খবর দিতে হবে পুলিশকে। তিনি জানান, করোনা মোকাবিলায় পুলিশ জেলার বিভিন্ন স্থানে সচেতনতামূলক অভিযান চালাবে। দুঃস্থদের মধ্যে মাস্ক বিতরণ করা হবে বলেও জানান তিনি।