Barak UpdatesIndia & World UpdatesHappeningsBreaking News
পুলিশ গুলি চালাতেই গরু ছেড়ে পালাল বাংলাদেশি চোর
ওয়েটুবরাক, ২৮ ডিসেম্বর : ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে গরুচোর ধরতে কয়েক রাউন্ড গুলি চালাল পুলিশ। আন্তর্জাতিক সীমান্ত থেকে প্রায় ১ কিলোমিটার দূরে নিলামবাজার থানা এলাকার বালিয়া বস্তিতে সংঘটিত এই ঘটনায় করিমগঞ্জ জেলা জুড়ে চাঞ্চল্য দেখা দিয়েছে৷
দিনকয়েক ধরে ওই এলাকায় বাংলাদেশি দুষ্কৃতকারীরা রাতের অন্ধকারের সুযোগে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আশেপাশের গ্রামের মানুষের বাড়ি থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছে। একই ধরনের বেশকিছু অভিযোগ পেয়ে করিমগঞ্জ পুলিশ মাঠে নামে। মঙ্গলবার রাতে করিমগঞ্জের ডিএসপি গীতার্থ শর্মার নেতৃত্বে এক দল পুলিশ সীমান্তের কাছাকাছি এলাকায় ওঁৎ পেতে থাকেন। গভীর রাতে দুই বাংলাদেশি দুষ্কৃতকারী যখন ভারতের গ্রাম থেকে গরু চুরি করে নিয়ে যাচ্ছিল তখনই পুলিশদল তাদের দেখে ফেলে, আত্মসমর্পণের আহ্বান জানায়৷ কিন্তু তারা আত্মসমর্পণ না করে দৌঁড়তে শুরু করলে পুলিশ কয়েক রাউন্ড গুলি চালায়৷ তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি। গভীর রাত ও ঘন জঙ্গলের সুযোগে তারা পালিয়ে সীমান্ত পেরিয়ে যেতে সক্ষম হয়েছে বলে অনুমান ডিএসপি শর্মার। পুলিশ তল্লাশি চালিয়ে ওই এলাকা থেকে দুইটি গরু, ধারালো ছুরি ও একখানা বাংলাদেশি চটিজুতো উদ্ধার করেছে।