Barak UpdatesHappeningsBreaking News
পুলিশি অভিযানে কায়স্থগ্রামে বাজেয়াপ্ত ৪ লক্ষ টাকার বার্মিজ সিগারেট, চালক গ্রেফতার
ওয়েটুবরাক, ১৭ জুলাইঃ করিমগঞ্জ জেলার কায়স্থগ্রামে বাজেয়াপ্ত হল মায়ানমারে তৈরি সিগারেট৷ বাজেয়াপ্ত করা হয়েছে একটি বোলেরো পিকআপ ভ্যান৷ ওই ভ্যানে করেই মায়ানমার থেকে ভায়া মিজোরাম আনা হয়েছিল চার লক্ষ টাকার সিগারেট৷ গোয়েন্দা সূত্রে খবর পেয়ে করিমগঞ্জ থানা ও নিলামবাজার থানার পুলিশ যৌথ অভিযান চালায়৷ গ্রেফতার করা হয়েছে ভ্যানচালক আলতাফ হোসেনকে৷
করিমগঞ্জ জেলার পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া জানান, নানা ধরনের সবজি, সাতকরায় বোঝাই ছিল ওই ভ্যান৷ ওইসবের নীচে লুকনো ছিল মায়ানমারের সিগারেটের কার্টুনগুলি৷ মোট চল্লিশ কার্টুন৷ পাচারের আগেই অবশ্য পুলিশ তা বাজেয়াপ্ত করতে সক্ষম হয়৷
‘ক্লাসিক, ও ‘পিকক’, নামে দুই জাতের ওই সিগারেটের বাজারমূল্য চার লক্ষ টাকা বলে জানিয়েছেন পুলিশ সুপার৷ তিনি কঠোর বার্তা দিয়ে বলেন, সিগারেটের অবৈধ ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দ্রুত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। শুধু মায়ানমারের সিগারেটই নয়, যাবতীয় অবৈধ ব্যবসার লাগাম টানতে জেলার সবকটি থানা কড়া সতর্ক রয়েছে বলে জানান এসপি৷ তিনি বলেন, পুলিশ যে কোনও চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তত রয়েছে ।