NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

পুরকর্মীদের প্রাদেশিকীকরণ নিয়ে টালবাহানা, ধারাবাহিক আন্দোলন ঘোষণা

ওয়েটুবরাক, ১৪ জুন : অসমের সকল পুরকর্মীদের প্রাদেশিকীকরণ করা হবে, এমনটাই সিদ্ধান্ত নিয়েছিল মন্ত্রিসভা৷ সে অনুসারে গ্যাজেট বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়৷ কিন্তু এখন সে সব ভুলে রাজ্য সরকার পৃথক ক্যাডার গড়ে পুর কর্মচারীদের বঞ্চিত করার কৌশল নিয়েছে৷ এই অভিযোগ করে প্রতিবাদী আন্দোলনে নামছে সারা অসম পৌর কর্মচারী সংস্থা৷ ১৮ জুন প্রতিটি পুরসভায় প্রতিবাদী সভা অনুষ্ঠিত হবে৷ ১৯ জুন প্রতি মণ্ডলে সভার আয়োজন করা হবে৷ ২১ জুন পোস্টারিং৷ ২৩, ২৪ তারিখে নিজ নিজ এলাকার বিধায়কদের সঙ্গে সাক্ষাৎ করে তাঁদের হাতে স্মারকপত্র তুলে দেওয়া হবে৷ ২৭ জুন সব জেলাশাসকের কার্যালয়ের সামনে এক ঘন্টা ধরনা দেবেন তাঁরা৷ এরপরও দাবি আদায়ে সরকার প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ না করলে ১১ জুলাই থেকে রাজ্যজুড়ে তিনদিনের কর্মবিরতি পালন করবেন বলে জানিয়ে দিয়েছেন সংস্থার নেতৃবৃন্দ৷ সারা রাজ্যের সঙ্গে ধারাবাহিক আন্দোলনে সামিল হবেন শিলচর পুরসভার কর্মীরাও, জানিয়েছেন সংস্থার কেন্দ্রীয় কমিটির কার্যবাহী সদস্য অমলকুমার দাস৷

তিনি বলেন, তাঁদের চাকরি সরকারীকরণের ব্যাপারে গত বছরেই সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা৷ সে অনুসারে প্রথমে বিধানসভায় পাস হয় এবং পরে গ্যাজেট বিজ্ঞপ্তিও প্রকাশিত হয়৷ কর্মচারীদের কাছ থেকে ঘোষণাপত্রও লিখিয়ে নেওয়া হয়৷ নগরোন্নয়ন মন্ত্রক থেকে সমস্ত হিসাবনিকাশ করে ফাইল যায় অর্থ মন্ত্রকে৷ সেখানেই ফাইল আটকে রাখা হয়েছে৷ গত শনিবার সে ব্যাপারে নীরব থেকে মন্ত্রিসভা সিদ্ধান্ত নিয়েছে, সমস্ত পুরসভা ও পুর নিগমে ইঞ্জিনিয়ার, অ্যাকাউন্টেন্ট এবং প্রশাসক নিয়োগ করা হবে৷ এতেই উৎকণ্ঠায় অমলবাবুরা৷ কারণ এখন প্রতিটি পুরসভাতেই ইঞ্জিনিয়ার ও অ্যাকাউন্টেন্ট রয়েছেন৷ আগের সিদ্ধান্ত অনুসারে সবকটি পদকে সরকারীকরণ করার কথা, নতুন কাউকে নিয়োগের কথা নয়৷ তাই তাঁরা সমস্ত পদ দ্রুত সরকারীকরণ এবং প্রক্রিয়া মেনে বেতন প্রদান শুরু করার দাবিতে আন্দোলনে নামছেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker