NE UpdatesHappeningsBreaking News
পাহাড় লাইন সচল হলেও শনিবারের গুয়াহাটি-শিলচর ট্রেন বাতিল
ওয়েটুবরাক, ২৬ এপ্রিলঃ দুই ইঞ্জিন লাইনচ্যুত হয়ে দেড়দিন বন্ধ থাকে অসমের পাহাড় লাইনে ট্রেন চলাচল। স্টেশনে স্টেশনে দাঁড়িয়ে থাকে যাত্রীবাহী ট্রেন। তাতে রাস্তায় আটকে যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়। বহু ট্রেন বাতিল এবং সময়ের পরিবর্তনে অনেককে মুশকিলে পড়তে হয়। ত্রিপুরা, মিজোরাম, মণিপুর এবং অসমের বরাক উপত্যকা রেলপথে বাইরের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এর দরুন বেশ কিছু ভোটার ভোটদান থেকেও বঞ্চিত হন।
উত্তর-পূর্ব সীমান্ত রেল সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে ডিমা হাসাও জেলার হারাঙ্গাজাও ও জাটিঙ্গা লামপুর স্টেশনের মধ্যবর্তী স্থানে মালগাড়ির ইঞ্জিনের চাকা পড়ে যায়। দিনভর সব ট্রেন আটকে রাখার পর বিকালে ছাড়পত্র মিললে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বেরিয়ে যায়। এর পরই একই জায়গায় আরেকটি ইঞ্জিন লাইনচ্যুত হয়। তাতে ট্র্যাকের ক্ষতি হয়। শুক্রবার বেলা আড়াইটায় ট্র্যাক সারাই করে পরীক্ষামূলকভাবে ট্রেন চালানো হয়। রেলকর্তাদের আশা, শনিবার থেকে ফের স্বাভাবিক হবে পাহাড় লাইন। তবে শনিবারের গুয়াহাটি-শিলচর, রবিবারের শিলচর-রঙিয়া এবং মঙ্গলবারের তিরুবনন্তপুরম-শিলচর ট্রেন বাতিল করা হয়েছে।