NE UpdatesHappeningsBreaking News
ত্রিপুরায় বাম-কংগ্রেস আসন সমঝোতা, প্রথম বৈঠক অনুষ্ঠিত
ওয়েটুবরাক, ১৩ জানুয়ারি: ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে আসন সমঝোতা হচ্ছে বাম-কংগ্রেসে৷ শুক্রবার আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। প্রথম বৈঠক সিপিএম রাজ্য কমিটির অফিসে অনুষ্ঠিত হয়৷ কংগ্রেসের ত্রিপুরা পর্যবেক্ষক অজয় কুমার সেখানে গিয়ে সিপিএমের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী এবং বামফ্রন্ট আহ্বায়ক নারায়ণ করের সঙ্গে আলোচনায় মিলিত হন।
গত ১১ জানুয়ারি সিপিএমের রাজ্য কমিটির বৈঠকে কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করার ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। কংগ্রেস এক পা এগিয়েই ছিল৷ সিপিএম-এর সিদ্ধান্তকে তাঁরা স্বাগত জানান।
শুক্রবার বৈঠকের পরে জিতেন্দ্র বলেন, “আলোচনা শুরু হয়েছে। বিজেপি ত্রিপুরাকে ভারতীয় গণতন্ত্রের বধ্যভূমিতে পরিণত করেছে। এখন ধর্মনিরেপেক্ষ শক্তিসমূহের ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজন। জনগণের আশাকে সম্মান জানাতে কী ভাবে ইতিবাচক ঐক্য গড়ে তোলা যায়, সে বিষয়ে বিশদ আলোচনা হয়েছে।” আলোচনার ভিত্তিতে ইতিবাচক সিদ্ধান্তে পৌঁছানো যাবে বলে আশাবাদী জিতেন্দ্র।
কংগ্রেস পর্যবেক্ষক অজয় কুমারের খোলামেলা দাবি, “বিজেপিকে হারানোই মূল উদ্দেশ্য। সেখান থেকেই ঐক্যবদ্ধ হওয়ার এই প্রয়াস ।” তাঁর দাবি, বড় শত্রুকে পরাস্ত করতে কঠিন সিদ্ধান্ত নেওয়া খুবই জরুরি।