Barak UpdatesHappeningsBreaking News
পারিশ্রমিক বিবাদ: ভোটের কাজে এসে ফিরে গেলেন পাঁচ শতাধিক হোমগার্ড
ওয়েটুবরাক, ৩১ মার্চ: এ যেন খাকি বিদ্রোহ। শ-পাঁচেক খাকি পোশাকধারী একযোগে হেঁটে চলেছে নেট্রিপ থেকে শিলচর রেলস্টেশন অভিমুখে। মাঝেমধ্যে স্লোগানও আউড়াচ্ছেন। শেষে কিনা ভোট না সেরে রেলে চড়েই চলেই গেলেন তাঁরা।
এরা আসলে বিভিন্ন জেলা থেকে ভোটের কাজে আসা হোমগার্ড। প্রথম পর্বের ভোট মিটে যাওয়ার পরই তাঁদের পাঠিয়ে দেওয়া হয়েছে শিলচরে। ২৮ মার্চ এসে পৌঁছান এখানে। অভিযোগ, সেদিন থেকেই তাঁদের থাকা-খাওয়ার অব্যবস্থা। পরে মঙ্গলবার বিভিন্ন বুথে পাঠানোর সময় তাঁদের হাতে ছয়শো টাকা দৈনিক পারিশ্রমিক ধরিয়ে দেওয়া হচ্ছিল। অথচ প্রথম পর্বে তাঁরা তিনদিনে ৫১০০ টাকা পেয়েছেন। তাই কোনও পারিশ্রমিক না নিয়েই তাঁরা বুধবার সকালে ট্রেনে চড়ে কাছাড় ছেড়ে চলে যান।
কাছাড়ের পুলিশ সুপার বিএল মিনা জানিয়েছেন, তাতে ভোটের নিরাপত্তা বা অন্য কোনও কাজে কোনও প্রভাব পড়বে না। সব ব্যবস্থা হয়ে গিয়েছে। তবে হোমগার্ডরা পারিশ্রমিক নিয়ে প্রকৃত বিষয়টিই বুঝতে চায়নি বলে জানান তিনি। মিনার কথায়, এ বার সিদ্ধান্ত হয়েছে, হোমগার্ডদের তিন পর্যায়ের ভোটে ব্যবহার করা হলে তিনশো টাকা দৈনিক হিসেবে পুরো মাসের পারিশ্রমিক মিটিয়ে দেওয়া হবে। প্রথম দফায় দেওয়া হবে ৫০০০ টাকা। দ্বিতীয় দফায় ৩০০০ টাকা৷ বাকিটা মিটিয়ে দেওয়া হবে তৃতীয় পর্বে৷
সঙ্গে পুলিশ সুপার এও জানিয়ে দেন, ভোটের কাজে এসে এ ভাবে চলে যাওয়া অপরাধ৷ তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে৷