India & World UpdatesHappeningsBreaking News
পারভেজ মোশারফ প্রয়াত
ওয়েটুবরাক, ৫ ফেব্রুয়ারি : পাকিস্তানের প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মোশারফ প্রয়াত হয়েছেন। দীর্ঘ অসুস্থতার পর আজ রবিবার দুবাইয়ের আমেরিকান হাসপাতালে মারা যান তিনি। বয়স হয়েছিল ৭৯ বছর।
পারভেজ মোশাররফের জন্ম হয় ১৯৪৩ সালের ১১ আগস্ট ব্রিটিশ ভারতের দিল্লিতে। ১৯৬১ সালের ১৯ এপ্রিল তিনি কাবুলের পাকিস্তান মিলিটারি একাডেমি থেকে কমিশন পান। এরপর তিনি স্পেশাল সার্ভিস গ্রুপে যুক্ত হন।
পাকিস্তানের সাবেক এই প্রেসিডেন্ট ১৯৯৮ সালে জেনারেল পদে উন্নীত হন এবং সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। এক বছর পর ১৯৯৯ সালের ১২ অক্টোবর অভ্যুত্থানের মাধ্যমে দেশটির ক্ষমতা দখল করেন।
মোশাররফ পাকিস্তানের সবচেয়ে দীর্ঘ মেয়াদী প্রেসিডেন্ট ছিলেন। ক্ষমতা দখলের পর ২০০২ সালে গণভোটের মাধ্যমে প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং ২০০৮ সাল পর্যন্ত এই পদে বহাল ছিলেন৷
২০০৭ সালে সংবিধান বাতিল করে সাংবিধানিক জরুরি অবস্থা ঘোষণার জন্য তিন সদস্যের বেঞ্চ তাঁকে মৃত্যুদণ্ডের আদেশ দেয়। ২০০৮ সালে ইমপিচমেন্ট এড়াতে ইস্তফা দেন তিনি। ২০১৪ সালেই তাঁর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চার্জ গঠন হয়। ২০১৬ সালের ১৮ মার্চ চিকিৎসার জন্য দুবাই চলে যান তিনি। ২০১৯ সালে রাষ্ট্রদ্রোহের অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁকে ফাঁসির আদেশ দেয় পাকিস্তানের বিশেষ আদালত।
তবে সেই ২০১৬ সালে দুবাইয়ে যাওয়ার পর থেকে তিনি আর দেশে ফেরেননি। তার কয়েক মাস পরেই বিশেষ আদালত তাঁকে ধারাবাহিক অপরাধী ঘোষণা করে। বারবার আদালতে হাজির না হওয়ায় পাকিস্তানে থাকা মোশারফের সমস্ত সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দেয় আদালত। পরে আদালতের নির্দেশে বাতিল হয়েছিল তাঁর পাসপোর্ট এবং সমস্ত পরিচয়পত্রও৷
এখন দুবাই থেকে মোশারফের মৃতদেহ পাকিস্তানে আনা হবে কিনা, তা স্পষ্ট নয়। গত বছর থেকেই মোশারফের পরিবার তাঁকে দেশে ফেরানোর চেষ্টা করছিলেন। তবে তা সম্ভব হয়নি। আর এবার একেবারেই বিদায় নিলেন তিনি।