Barak UpdatesHappeningsBreaking News
পানীয় জলেই ই-কলি, তবে কাছাড়ে ডায়েরিয়ায় কারও মৃত্যু ঘটেনি, জানালেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক
ওয়েটুবরাক, ২৭ ডিসেম্বর: কাছাড়ে এ পর্যন্ত ডায়েরিয়ায় কোনও মৃত্যু ঘটেনি। এনিয়ে জেলায় বিভ্রান্তি না ছড়ানোর অনুরোধ জানালেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন। শুক্রবার এক বিবৃতিতে তিনি বলেন, গত ২০ ডিসেম্বর থেকে কাছাড় জেলার কাঁঠাল রোড ও এর আশপাশ এলাকায় ডায়ারিয়া জনিত রোগের প্রাদুর্ভাব ধরা পড়ে। এনিয়ে জেলার স্বাস্থ্য বিভাগের তরফে এলাকার ৫টি স্থান থেকে পানীয় জলের পরীক্ষা করা হয়। আর এই পরীক্ষায় সেখানকার পানীয় জল মানুষের পানের অনুপোযোগী হিসেবে ধরা পড়ে। বিষয়টি জেলা প্রশাসনের নির্দেশে স্বাস্থ্য বিভাগ তড়িঘড়ি সংশ্লিষ্ট জনস্বাস্থ্য কারিগরি বিভাগ ও শিলচর পুরসভাকে জানালে তারা বিহিত ব্যবস্থা গ্রহণ করেন। যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক জানান, গত ২০ ডিসেম্বরের পর থেকে শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ডায়েরিয়াজনিত রোগে ভর্তি হন ২৪ জন। এরমধ্যে এপর্যন্ত ১৯ জন হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। বর্তমানে চিকিৎসায় রয়েছেন ৫ জন। মেডিক্যাল কলেজে তাদের প্রত্যেকের মল পরীক্ষা করা হয় এবং পরীক্ষায় ই-কলি ব্যাক্টেরিয়া গোষ্ঠীর আক্রমণ ধরা পড়ে। ওই আক্রমণেই ডায়েরিয়া ছড়িয়েছে এলাকায়। ডাঃ বর্মন আরো বলেন, ডায়েরিয়ার বিষয়টি অবগত হওয়ার পর থেকে স্বাস্থ্য বিভাগের পক্ষে জেলার বিভিন্ন স্থানে বিভাগীয় তৃণমূল স্তরের কর্মীরা প্রতিদিন অভিযান চালিয়ে যাচ্ছেন। এপর্যন্ত ১৭৭ জনের ডায়েরিয়ার আক্রমণের খবর পাওয়া গেছে। তাদেরকে বিভাগীয় তরফে ওআরএস, জিঙ্ক ট্যাবলেট ও অন্যান্য ডায়েরিয়া প্রতিরোধী ওষুধ প্রদান করা হয়েছে। যুগ্ম সঞ্চালক ডাঃ বর্মন তাঁর বিবৃতিতে এও বলেন, কিছু সংবাদমাধ্যমে ডায়েরিয়ার কারণে ৪ জনের মৃত্যুর খবর তাঁর নজরে পড়েছে। যা মোটেও সত্যি নয়। অন্যান্য রোগভোগের মৃত্যুকে ডায়েরিয়ায় মৃত্যু বলে জনমনে আতঙ্ক না ছড়ানোর আহ্বান জানিয়েছেন তিনি।