Barak UpdatesHappeningsBreaking News
পাঠাখাউরী জিপিতে জবকার্ডের মাধ্যমে সরকারি অর্থ নয়ছয়, অভিযোগ বিজেপি কর্মীদের
৬ সেপ্টেম্বর: দুল্লভছড়া উন্নয়ন খণ্ডের অধীনস্থ বিভিন্ন জিপিতে এনরেগা প্রকল্পের কাজে অনিয়ম চলছে৷ এমনই অভিযোগ করেছেন স্থানীয় বিজেপি কর্মীদের একাংশ৷ তাদের বক্তব্য, একাংশ জিপিতে চলছে মেশিন লাগিয়ে কাজ। আবার নদীর তটবর্তী জিপিগুলিতে মেশিন লাগিয়ে নদীর বালু ভরাট করে হাতিয়ে নেওয়া হচ্ছে লক্ষ লক্ষ টাকা। নীরব দর্শকের ভূমিকায় বিভাগীয় আধিকারিকরা। এবার পাঠাখাউরী জিপির সভাপতি ইসলাম উদ্দিন তালুকদার, জিপি সচিব উজ্জ্বল চক্রবর্তী ও জিআরএস শ্যামচরণ দাসের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে গর্জে উঠলেন জিপির নয় নং ওয়ার্ড নবীনগ্রামের মানুষ৷
বর্তমানে তাদের ওয়ার্ডে জমির পাশে একফুট প্রস্থ একটি নালার কাজে ২ লক্ষ ৪৬ হাজার ১০৫ টাকা বরাদ্দ হয়েছে। এই নালাতে এতো টাকা খরচ করার মানে অপচয় ছাড়া কিছু নয়। কারণ বর্ষার মরশুমে বৃষ্টির জল নালা দিয়ে নিষ্কাশনেই যথেষ্ট।
তারা একথা লিখিতভাবে দুল্লভছড়া উন্নয়ন খণ্ডে জানিয়েছিলেন। এর পরেও ৫৮ হাজার টাকা জবকার্ডের মাধ্যমে তোলা হয়ে গেছে বলে তাদের অভিযোগ। যেসব জবকার্ডধারীদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে তাদের অনেকের বয়স সত্তর বছরের উর্ধ্বে। অনেকে পাচ্ছেন বৃদ্ধ ভাতাও। একই ভাবে চলছে জিপির অন্যান্য প্রকল্পে হরির লুট৷ তারা বিষয়টি রাতাবাড়ির বিধায়ক বিজয় মালাকার ও দুল্লভছড়ার বিডিও সরোজ দাসের হস্তক্ষেপ কামনা করেছেন৷