India & World UpdatesHappeningsBreaking News
পাকিস্তানে বিস্ফোরণে মৃত ৫৪
ওয়েটুবরাক, ৩১ জুলাই : রবিবার ভয়ংকর বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। বাজাউর খের-এ জমিয়েত উলেমায়ে ইসলাম ফজল-এর কর্মী সম্মেলনে বিকট শব্দে ঘটে এই বিস্ফোরণ। এ পর্যন্ত ওই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৫৪ জনের। এদের মধ্যে জেইউআইএফ এর এক নেতাও রয়েছেন। মৃতের সঙ্গে আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে। আহত হয়েছেন ৮০ জনেরও বেশি।
খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশের প্রাথমিক ধারণা আইএসআইএস এই আত্মঘাতী হামলার পেছনে থাকতে পারে। পুলিশ ইতিমধ্যে ওই আত্মঘাতী মানব বোমা সম্পর্কে খোঁজ নিচ্ছে। বোম্ব ডিজপোজাল স্কোয়াড এলাকা থেকে নমুনা সংগ্রহ করছে। জেলা পুলিশ আধিকারিক নাজির খান জানিয়েছেন,সন্দেহজনক তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
প্রাদেশিক পুলিশের প্রধান আখতার হায়াত খান জানিয়েছেন, একজন সুইসাইড বোম্বার এই ঘটনার পেছনে রয়েছে। সব মিলিয়ে ১০ কেজি বিস্ফোরক এই হামলায় ব্যবহার করা হয়েছিল। সভার একেবারে সামনের দিকে ওই মানব বোমা বসেছিল। ভিড়ের মধ্যে মিশেছিল বলে মনে করা হচ্ছে। সেখানেই বিস্ফোরণ হয়। স্থানীয় পুলিশ জানিয়েছে, একেবারে মঞ্চের সামনে এই বিস্ফোরণ ঘটানো হয়।
বাজাউর ও সংলগ্ন এলাকার হাসপাতালে আহতদের নিয়ে আসা হয়েছে। সেখানে এমার্জেন্সি জারি করা হয়েছে। মিলিটারি হেলিকপ্টারে করে আশঙ্কাজনকদের পেশোয়ারে নিয়ে যাওয়া হয়েছে। পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এই ঘটনার তীব্র নিন্দা করেছেন। তিনি জানিয়েছেন, কঠোরতম ব্যবস্থা নেওয়া হবে। পাক প্রধানমন্ত্রী জানিয়েছেন, সন্ত্রাসবাদকে শেষ করার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। গোটা ঘটনার তদন্তের নির্দেশ তিনি দিয়েছেন।