Barak UpdatesHappeningsBreaking News
পাঁচগ্রাম পেপার মিলের ১৩৬ বিঘা জমি এনআরএলকে, পড়ে আছে আরও ১৬৮০ বিঘা
ওয়েটুবরাক, ২৯ আগস্টঃ আসামে থাকা হিন্দুস্তান পেপার মিলের দুটো কাগজ কলই বন্ধ হয়ে পড়লে ২০২২ সালের মার্চে রাজ্য সরকার সেগুলো অধিগ্রহণ করে। এর মধ্যে জাগীরোডের নগাঁও কাগজ কলের ৫১৭.২৭ বিঘা জমি টাটা সেমি কন্ডাক্টর অ্যাসেম্বলি অ্যান্ড টেস্টিং প্রাইভেট কোম্পানিকে দেওয়া হয়েছে। পাঁচগ্রামের কাছাড় পেপার মিলে ১৩৬ বিঘা নুমলিগড় রিফাইনারি লিমিটেডকে দেওয়া হয়েছে। এখানে মোট জমির পরিমাণ ২৯১৬ বিঘা। এর মধ্যে ১১০০ বিঘা গাছপালা, বনজঙ্গলে ভর্তি। নুমলিগড় রিফাইনারি লিমিটেডকে দেওয়ার পরে বাকি ১৬৮০ বিঘা্ জমি শিল্পোদ্যোগ স্থাপনের জন্য লিজে দেওয়া হবে। বৃহস্পতিবার উত্তর করিমগঞ্জের বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থের এক প্রশ্নের জবাবে এই সব তথ্য দেন শিল্প-বাণিজ্য মন্ত্রী বিমল বরা। তিনি কর্মচারীদের পাওনার ব্যাপারে বিধানসভায় জানান, রাজ্য সরকারের রিলিফ প্যাকেজ অনুসারে কাগজ কলের প্রাক্তন কর্মচারীদের সকলের অর্থই প্রদান করা হয়েছে। তবে গ্র্যাচুয়িটি ফান্ড ট্রাস্ট ব্যাঙ্ক অ্যাকাউন্টের অর্থ এখনও লিকুইডেটরের অফিস থেকে দেওয়া হয়নি। লিকুইডেটরের অফিস থেকে ওই চার শতাংশ গ্র্যাচুয়িটি রিলিজ করা হলে তা কর্মচারীদের প্রদান করা হবে।
প্রসঙ্গত, নুমলিগড় রিফাইনারি পাঁচগ্রামে একটি টার্মিনাল ডিপো তৈরি করছে। তাদের মূল লক্ষ্য, সিলেটে এখানকার ডিপো থেকে পেট্রোলিয়াম সামগ্রী পাঠানো। দুই-তিন বছরে এই কাজ শেষ হলে সুতারকান্দি স্থলবন্দর হয়ে তেল যাবে পাশের দেশে।