India & World UpdatesHappeningsBreaking News
পশ্চিমবঙ্গ-ওড়িশার আমফান তাণ্ডবকে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি
২৩ মে: পশ্চিমবঙ্গ ও ওড়িশার আমফান তাণ্ডব নিয়ে ২২ বিরোধী দল সম্মিলিতভাবে লিখিত প্রস্তাব পেশ করল। তাতে দাবি তোলা হয়েছে, কেন্দ্র অবিলম্বে একে জাতীয় বিপর্যয় ঘোষণা করুক। পরিস্থিতি মোকাবিলায় রাজ্যকে প্রয়োজনীয় সাহায্য করুক। সনিয়া গান্ধী শুক্রবার বিরোধী নেতাদের এই বৈঠক আহ্বান করেছিলেন৷ ওই ভিডিও বৈঠকে সবাই উঠে দাঁড়িয়ে আমফান-তাণ্ডবে মৃতদের জন্য নীরবতা পালন করেন।
তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও তাতে যোগ দেন৷ ছিলেন ২২ মিনিট। দলের রাজ্যসভার নেতা ডেরেক ও’ব্রায়েনকে বৈঠকের গোড়া থেকে থাকতে নির্দেশ দিয়েছিলেন। সূত্রের খবর, মমতাদেবী বৈঠকে বলেন, এক দিকে লকডাউন, নোভেল করোনাভাইরাসের সংক্রমণ, অন্য দিকে ঘূর্ণিঝড়— সঙ্কট দ্বিগুণ করে তুলেছে পশ্চিমবঙ্গে। পাশাপাশি রাজ্যে অর্থনৈতিক সঙ্কটও বাড়ছে প্রবলভাবে। এই পরিস্থিতিতে কেন্দ্র থেকে একের পর এক অ্যাডভাইসরি পাঠানোর সমালোচনা করেন মমতা। তাঁর বক্তব্য, এটা রাজনীতি করার সময় নয়, একত্রে সহযোগিতার মাধ্যমে পরিস্থিতি মোকাবিলা করা প্রয়োজন। কেন্দ্রের সঙ্গে সমন্বয় করে কাজ করতে তাঁর কোনও সমস্যা নেই। কিন্তু কেন্দ্র নাক গলাচ্ছে রাজ্যের কাজকর্মে। যা যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী৷