India & World UpdatesHappeningsBreaking News
পশ্চিমবঙ্গে তৃতীয় দফার ভোটে হিংসা, হত ১
ওয়েটুবরাক, ৭ এপ্রিল: পশ্চিমবঙ্গের ৩ জেলার ৩১ আসনে তৃতীয় দফার ভোটগ্রহণ হল মঙ্গলবার৷ বিভিন্ন জায়গায় বেশকিছু অশান্তির ঘটনা ঘটেছে। ঘটেছে প্রাণহানিও। হুগলির গোঘাটে ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে তৃণমূলের এক বুথ সভাপতির মৃত্যু হয়।
উলুবেড়িয়া দক্ষিণে আক্রান্ত হয়েছেন বিজেপি প্রার্থী তথা অভিনেত্রী পাপিয়া অধিকারী। সেখানে তৃণমূল সমর্থকদের বিরুদ্ধে তাঁকে চড় মারার অভিযোগ ওঠে। সংঘর্ষে আহত এক বিজেপি কর্মীকে দেখতে গিয়ে উলুবেড়িয়া মহকুমা হাসপাতাল চত্বরে তিনি আক্রান্ত হন। ভিডিও ফুটেজ দেখে রাতে পুলিশ দুই হামলাকারীকে গ্রেফতার করেছে।
হিংসা, হানাহানিতে প্রথম দু’দফার সঙ্গে পাল্লা দিলেও ভোটদানের নিরিখে পিছিয়ে পড়েছে তৃতীয় দফা। ভোট পড়েছে ৭৮ শতাংশের কাছাকাছি। প্রথম দু’দফাতে তা গড়ে ৮৫ শতাংশ ছাড়িয়ে গিয়েছিল।