India & World UpdatesAnalyticsBreaking News

পশ্চিমবঙ্গে উপ-নির্বাচনে ৬-এ ৬ তৃণমূলের, নিষ্ফলা বিজেপি

কলকাতা, ২৩ নভেম্বর : পশ্চিমবঙ্গে উপ নির্বাচনে দাঁতই ফোটাতে পারল না বিজেপি। মোট ৬টি আসনের উপনির্বাচনে ৬টিতেই জয়ের পথে মমতার দল। গত ১৩ নভেম্বর ৬টি বিধানসভা কেন্দ্র সিতাই, মাদারিহাট, তালড্যাংরা, মেদিনীপুর, নৈহাটি ও হাড়োয়ায় ভোট হয়েছে। মেদিনীপুরে জয়ী হয়েছেন শাসক দলের প্রার্থী সুজয় হাজরা।

Rananuj

হাড়োয়ায় চতুর্দশ রাউন্ডের গণনা শেষে ১ লক্ষ ৩১ হাজার ৩৮৮ ভোটে জয়ী হয়েছেন তৃণমূলের প্রার্থী রবিউল। রবিউল পেয়েছেন ১ লক্ষ ৫৭ হাজার ৭২ ভোট। বিপরীতে আইএসএফ-এর পিয়ারুল পান ২৫ হাজার ৬৮৪ ভোট। মাদারিহাটে তৃণমূল প্রার্থী জয়প্রকাশ টোপ্পো ২৮ হাজার ১৬৮ ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৯ হাজার ১৮৬ ভোট, বিপরীতে বিজেপির রাহুল লোহার পান ৫১ হাজার ১৮ ভোট। নৈহাটিতে তৃণমূলের সনত দে ৪৯ হাজার ২৭৭ ভোটে জয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ৭৮ হাজার ৭৭২ ভোট। তাঁর প্রতিদ্বন্দ্বী রূপক মিত্র পেয়েছেন ২৯ হাজার ৪৯৫ ভোট।

বাঁকুড়ার তালড্যাংরায় দশম রাউন্ডের গণনা শেষে তৃণমূল প্রার্থী ফাল্গুনী সিংহবাবু এগিয়ে রয়েছেন ৩০১৯৮ ভোটে। এখনও এক রাউন্ড গণনা বাকি রয়েছে। সিতাই থেকে জয়ী তৃণমূল প্রার্থী সঙ্গীতা রায়। ১৩ রাউন্ড গণনা শেষে তিনি পেয়েছেন মোট ১ লাখ ৬৫ হাজার ৯৮৪ ভোট। বিজেপির দীপককুমার রায় পেয়েছেন ৩৫৩৪৮ ভোট। সিতাইয়ের উপনির্বাচনে ১ লাখ ৩০ হাজার ৬৩৬ ভোটে জয়ী হলেন সঙ্গীতা।

এই জয়ের আবহে দলের নেতা-কর্মী-সমর্থকরা যখন সবুজ আবির ওড়াচ্ছেন, রাজ্যের মানুষকে ধন্যবাদ জানালেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় লিখলেন, ‘মা-মাটি-মানুষকে বিনম্র চিত্তে অভিবাদন জানাই। জয় বাংলা’। তিনি আরও লিখলেন, ‘আমার অন্তরের অন্তঃস্থল থেকে মা-মাটি-মানুষকে জানাই প্রণাম, জোহার এবং সেলাম। আপনাদের এই আশীর্বাদ আমাদের আগামীর চলার পথে আরও সক্রিয় ভাবে মানুষের কাজ করার উৎসাহ দেবে’। শাসক নয়, তাঁর সরকার মানুষের পাহারাদার বলেও এ দিন মন্তব্য করেন মমতা। লেখেন, ‘মানুষই আমাদের ভরসা। আমরা সবাই সাধারণ মানুষ, এটাই আমাদের পরিচয়। আমরা জমিদার নই, মানুষের পাহারাদার। আপনাদের আশিস আজীবন হৃদয় স্পর্শ করে থাকবে। জয় বাংলা’!

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker