India & World UpdatesHappeningsBreaking News
পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় করোনা পজিটিভ
৩ জুলাই : করোনা আক্রান্ত হলেন পশ্চিমবঙ্গের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়। টুইট করে এ কথা নিজেই ঘোষণা করেছেন বিজেপি নেত্রী। বিজেপি সাংসদ জানিয়েছেন, সামান্য জ্বর রয়েছে তাঁর। এক সপ্তাহ ধরে আইসোলেশন ছিলেন তিনি। করোনা উপসর্গ লক্ষ্য করে আগেই পরীক্ষা করেছিলেন। কিন্তু তখন রিপোর্টে কিছু ধরা পড়েনি। কিন্তু পরবর্তী ক্ষেত্রে উপসর্গ আরও বেড়ে যাওয়ার কারণে দ্বিতীয়বার পরীক্ষা করেন তিনি।
প্রসঙ্গত, বেশ কিছুদিন ধরেই তিনি জ্বর সর্দি-কাশির সঙ্গে গন্ধ অনুভব করতে পারছিলেন না। বাড়ছিল নানা সমস্যা। এরপর দ্বিতীয় দফায় পরীক্ষা করান একটি বেসরকারি নার্সিংহোমে। সেখান থেকে জানানো হয়, তাঁর রিপোর্ট পজিটিভ। বিজেপি সূত্রে খবর, গত ২৬ জুন শেষবারের জন্য পার্টি অফিসে এসেছিলেন লকেট চট্টোপাধ্যায়। প্রথমদিকে তিনি কোনও রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিচ্ছিলেন না। কিন্তু আনলক পর্বে প্রকাশ্যে চলে আসেন। বেশকিছু দলীয় কর্মসূচিতে অংশ নেন। ত্রাণ বিলি থেকে শুরু করে ক্ষোভ বিক্ষোভে অংশ নিয়েছিলেন তিনি। সম্প্রতি বিভিন্ন পদযাত্রা থেকে শুরু করে অবরোধ-বিক্ষোভেও তাঁকে দেখা গিয়েছিল।
২৬ জুন তিনি পার্টি অফিসে গেলেও প্রচুর কর্মীর সমাগম হয়েছিল সেখানে। সন্দেহ হওয়ায় ভিড়ভাট্টা ও পার্টি অফিস এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি। বেশ কিছুদিন ধরে বাড়িতেই ছিলেন তিনি। কিন্তু উপসর্গ বাড়তে থাকায় দ্বিতীয় দফার রিপোর্টে ফলাফল পজিটিভ আসে। বিজেপি নেত্রী আক্রান্ত হওয়ায় বিজেপি দফতরে ছড়িয়েছে আতঙ্ক। ওই সময়ে তাঁর সঙ্গে কারা এসেছিলেন, কারা তাঁর সংস্পর্শে যান, শুরু হয়েছে খোঁজখবর।