India & World UpdatesHappeningsBreaking News
পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি প্রয়াত
৮ জানুয়ারি : প্রবীণ বিজেপি নেতা তথা পশ্চিমবঙ্গের প্রাক্তন রাজ্যপাল কেশরী নাথ ত্রিপাঠি প্রয়াত হয়েছেন। তিনি দীর্ঘদিন থেকে অসুস্থ ছিলেন। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ তাঁর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন। বিজেপি নেতার ছেলে নীরজ ত্রিপাঠি জানান, রবিবার ভোর ৫টায় তিনি প্রয়াত হয়েছেন। গত বছরের শেষের দিকে তাঁকে উত্তর প্রদেশের প্রয়াগরাজে একুয়া ক্রিটিক্যাল কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বয়স হয়েছিল ৮৮ বছর।
কেশরীনাথ ত্রিপাঠির মৃত্যুতে শোকপ্রকাশ করে টুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কেশরীনাথ ত্রিপাঠি তাঁর কাজকর্ম ও মহান চিন্তাধারার জন্য সবার শ্রদ্ধার পাত্র ছিলেন। সাংবিধানিক বিষয়েও তাঁর ভাল দখল ছিল। রাজ্যের উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী প্রয়াতের পরিবারের প্রতি সহমর্মিতা প্রদর্শন করেছেন।
উল্লেখ্য, উত্তর প্রদেশের এলাহাবাদে ১৯৩৪ সালের ১০ নভেম্বর কেশরীনাথ ত্রিপাঠি জন্মগ্রহণ করেন। তিনি এলাহাবাদ হাইকোর্টের আইনজীবী ছিলেন। ১৯৭৭-৭৯ সালে উত্তর প্রদেশে জনতা পার্টির শাসনকালে তিনি মন্ত্রী ছিলেন। উত্তর প্রদেশে তিনি ৬ বার বিধায়ক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।