Barak UpdatesHappeningsBreaking News
পশুচিকিৎসকদের লিও ক্লাবের সম্মাননা জ্ঞাপন
ওয়েটুবরাক, ৮ জুলাই : ৬ পশু চিকিৎসককে সম্মাননা জানিয়ে ‘বিশ্ব জোনোসিজ দিবস’ পালন করল লিও ক্লাব অব শিলচর গ্রেটার। গত ৬ জুলাই ক্লাবের সদস্যরা শিলচর ভেটেরিনারি হাসপাতালে গিয়ে এই সংবর্ধনা প্রদানের সংক্ষিপ্ত আয়োজন করেন।
লিও কর্মকর্তারা বলেন, পশুপাখি থেকে নানা যুগে নানান মারণব্যাধি মহামারীর রূপ নিয়েছে এবং তা মানুষকে সংক্রমিত করেছে। তাই জীবজন্তু সুস্থ থাকলে আমরাও সুস্থ এবং নিরাপদ থাকতে পারি। এটা একটা সম্পূর্ণ জৈবিক চক্র।
তাঁদের কথায়, ভেটেরিনারি ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করে যান জোনোটিক বা জীবজন্তু থেকে মানুষের মধ্যে যেন রোগ সংক্রমণ না ঘটে। তাঁরাই রোগ প্রতিরোধ করে জীবজন্তু এবং আমাদের নিরাপদে রাখেন। তাই এমন দিনে তাঁদের এই সম্মাননা জ্ঞাপন। সংবর্ধিত পশুচিকিৎসকরা হলেন আফজালুর রহমান, জিতেন্দ্র ভুইয়া, রুবেল দাস, মনোরঞ্জন সরকার, হিতেন্দ্র বরদলৈ ও সুজয় চক্রবর্তী।