India & World UpdatesHappeningsBreaking News
পশুখাদ্য মামলায় জামানত পেলেন লালু প্রসাদ
১৭ এপ্রিল ঃ পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় শাস্তি প্রাপ্ত আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদব শেষমেশ ঝাড়খন্ড হাইকোর্ট থেকে জামানত পেলেন। তাঁকে মুচলেকা হিসেবে ১ লক্ষ টাকা ও ১০ লক্ষ টাকা জরিমানা দিতে হবে। জামানত ও বন্ড দেওয়ার পর তাঁকে এক-দু দিনের মধ্যেই মুক্তি দেওয়া হবে। তিনি প্রায় তিন বছর ৪ মাস পর জেল থেকে মুক্তি পাচ্ছেন। পশুখাদ্য মামলায় গত ২০১৭ সালের ২৩ ডিসেম্বর তিনি জেলে গিয়েছিলেন।
তবে আদালত মুক্তি দিলেও লালু যাদবকে দুটি শর্ত বেঁধে দিয়েছে। এই শর্ত অনুসারে তিনি হাইকোর্টের অনুমতি ছাড়া দেশের বাইরে যেতে পারবেন না। তিনি নিজের মোবাইল নম্বর ও ঠিকানাও বদলাতে পারবেন না। হাইকোর্টের এই আদেশের পর লালু যাদবের ছেলে তেজস্বী যাদব বলেছেন, ‘আমরা ন্যায় পাব বলে ভরসা ছিল। লালুজি নিজের অর্ধেক শাস্তি কাটিয়ে নিয়েছেন। এর ভিত্তিতেই হাইকোর্ট তাঁকে জামানত দিয়েছে। আমি এজন্য আদালতকে ধন্যবাদ জানাচ্ছি।’ লালু যাদব বর্তমানে দিল্লির এইমস-এ ভর্তি রয়েছেন।