NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News

পর্যটনের আশা জাগিয়ে চালু হলো গুয়াহাটি-হাফলঙ ভিস্টাডোম

ওয়েটুবরাক, ২৮ আগস্ট : ডিমা হাসাও জেলার পর্যটন বিকাশে এবং এই অঞ্চলে বসবাসকারী জনজাতিদের ঐতিহ্য প্রচারের লক্ষ্যে আজ শনিবার চালু হল ভিস্টাডোম টুরিস্ট স্পেশাল ট্রেন৷ গুয়াহাটি থেকে সবুজ পতাকা নাড়িয়ে এর সূচনা করেন রাজ্যের পর্যটন, ক্রীড়া-যুব কল্যান ও বিদ্যুৎমন্ত্রী বিমল বরা৷ সঙ্গে ছিলেন গুয়াহাটির সাংসদ কুইন ওঝা, উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের মুখ্য কার্যবাহী সদস্য দেবোলাল গারলোসা, উত্তর-পূর্ব সীমান্ত রেলের জেনারেল ম্যানেজার অনশুল গুপ্তা প্রমুখ৷

বিমল বরা তাঁর বক্তৃতায় এই ধরনের বিশ্বমানের পরিষেবার জন্য রেল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান৷ তাঁর আশা, আন্তর্জাতিক ও দেশীয় পর্যটকরা এই অঞ্চলের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগে অধিকতর উৎসাহিত হবেন৷  তিনি পাশাপাশি ডিমা হাসাও জেলার বিভিন্ন জনগোষ্ঠীর মানুষকে অতিথিপরায়ণতায় গুরুত্ব দিতে অনুরোধ জানান৷ বলেন, তাহলেই নিজেদের এলাকায় পর্যটনের বিকাশ ঘটবে৷ দেবোলাল আশাবাদী, ভিস্টাডোমের সাহায্যে ডিমা হাসাও জেলার বিকাশ ত্বরান্বিত হবে৷ তিনি ট্রেনের পরিষ্কার-পরিচ্ছন্নতায় গুরুত্ব দিতে বলেন৷ সাংসদ ওঝাও বক্তব্য রাখেন৷

গুয়াহাটি ও হাফলঙের মধ্যে এই বিশেষ পর্যটক ট্রেন সপ্তাহে দুদিন চলবে৷ শনি ও বুধবার৷ পথে মান্দারডিসা ও মাইবাঙে থামবে৷ গুয়াহাটি থেকে ট্রেনটি আজকের মতই সকাল ৬টা ৩৫ মিনিটে ছাড়বে৷ ২৬৯ কিলোমিটার পথ পেরিয়ে হাফলঙে পৌঁছাবে বেলা ১১টা ৫৫ মিনিটে৷  হাফলঙ থেকে বিকাল ৫টায় রওয়ানা হয়ে গুয়াহাটি পৌঁছাবে রাত ১০টা ৪৫ মিনিটে৷

আজ বিকাল ৫টায় হাফলঙ থেকে ছাড়ার সময়েও সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয়৷ হাফলঙের বিধায়ক নন্দিতা গারলোসা সেখানে উপস্থিত ছিলেন৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker