NE UpdatesHappeningsBreaking News
পরেশকে আলোচনার আহ্বানের পরই গ্রেনেড বিস্ফোরণ, মৃত কিশোর
ওয়েটুবরাক, ১২ মে: মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েই আলফা (স্বাধীন)-কে আলোচনায় আহ্বান জানিয়েছিলেন ড. হিমন্তবিশ্ব শর্মা। ২৪ ঘণ্টার মধ্যেই আলফার ফেলে যাওয়া গ্রেনেড বিস্ফোরণ ঘটল তিনসুকিয়া জেলার জাগুনে। প্রাণ হারায় ১২ বছরের কিশোর৷ পুলিশ জানিয়েছে, আসাম-অরুণাচল সীমা সংলগ্ন এলাকায় নদীর কাছে পড়ে ছিল গোলাকার বস্তু৷ তা নিয়ে খেলতে থাকে ১২ বছরের সুরজ হাজং। আচমকা ফেটে যায় গ্রেনেডটি। গুরুতর জখম সুরজকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা মৃত বলে ঘোষণা করেন। পুলিশের সন্দেহ, আলফা জঙ্গিরাই গ্রেনেডটি ফেলে গিয়েছিল।