Barak UpdatesHappeningsBreaking News
পরীক্ষা অফলাইনেই, প্রশাসনের রক্তচক্ষুতে অফিসপাড়া ছাড়ল ছাত্ররা
ওয়েটুবরাক, ৫ এপ্রিল: আসাম বিশ্ববিদ্যালয়ের স্নাতক পর্যায়ের প্রথম, তৃতীয় ও পঞ্চম সেমিস্টারের পরীক্ষা অফলাইনেই হবে৷ ত্রিপাক্ষিক বৈঠকের পর এ কথা জানিয়ে দেন অতিরিক্ত জেলাশাসক দীপক জিডুং৷ তিনি জানান, অধ্যক্ষরা অনলাইনের সুপারিশে নারাজ৷ বরং তাঁরা জানিয়ে দিয়েছেন, এই সময়ে অনলাইন পরীক্ষার আয়োজন একেবারে অসম্ভব৷
ছাত্ররা এই সিদ্ধান্ত মানতে রাজি হয়নি৷ সকাল থেকে বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা ক্ষুদিরাম মূর্তির পাদদেশে জড়ো হতে থাকে৷ বেলা একটা নাগাদ আচমকা তারা অফিসপাড়ার সামনে পার্ক রোড অবরোধ করে বসে৷ একঘণ্টার বেশি সময়ের অবরোধে শহর জুড়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়৷ জেলা প্রশাসনের পক্ষ থেকে বৈঠকের কথা জানিয়ে অবরোধ প্রত্যাহার করা হয়৷ তবে ওই বৈঠক আজ আর বিশ্ববিদ্যালয়ে হয়নি৷ সংশ্লিষ্টদের নিয়ে জেলাশাসকের অফিসে আলোচনা হয়৷
অনলাইনের সম্ভাবনা শেষ হয়ে যেতেই ছাত্ররা ক্ষোভে ফেটে পড়ে৷ জেলাশাসকের গেট আটকে দিয়ে সামনের রাস্তায় বসে পড়ে শতাধিক ছাত্রছাত্রী৷ অনলাইনের সিদ্ধান্ত ছাড়া কাউকে বের হতে দেওয়া হবে না বলে চড়া সুরে জানিয়ে দেওয়া হয়৷ রাত আটটা পর্যন্ত এইভাবেই চলে৷ শেষে জেলাপ্রশাসনের পক্ষ থেকে ওই জমায়েতকে বেআইনি ঘোষণা করা হয়৷ অতিরিক্ত জেলাশাসক জিডুং ব্যানার টাঙিয়ে জানিয়ে দেন, এখনই তারা সরে না পড়লে প্রশাসন বলপ্রয়োগে বাধ্য হবে৷ এর কিছুক্ষণের বিশাল পুলিশবাহিনী তেড়ে এলে ছাত্ররা দৌড়ে সরে পড়ে৷ আন্দোলনের যবনিকা পড়ল, নাকি মঙ্গলবার নতুন শক্তিতে ঝাঁপাবে তাঁরা, নীরব সবাই৷ তবে কলেজ-বিশ্ববিদ্যালয়ের পাকা সিদ্ধান্ত, এ বার পরীক্ষা হবে হলে বসে৷