Barak UpdatesHappeningsBreaking News
পরীক্ষার্থীদের নিয়ে ছেলেখেলা বরদাস্ত করা হবে না, হুঁশিয়ারি বরাক ডেমোক্রেটিক ইয়ুথ ফ্রন্টের
ওয়েটুবরাক, ৩ জুলাই: এবারের মাধ্যমিক ও উচ্চ-মাধ্যমিক পরীক্ষার মার্কশিট চাকরির আবেদনের জন্য বিবেচিত হবে না, শিক্ষামন্ত্রীর এমন ঘোষণায় তীব্র ক্ষোভ ব্যক্ত করেছে বরাক ডেমোক্রেটিক ইয়ুথ ফ্রন্ট। মুখ্য আহবায়ক কল্পার্ণব গুপ্ত বলেন, সরকারের এই সিদ্ধান্ত হঠকারী ও অযৌক্তিক। এর ফল ভুগতে হবে নিরীহ ছাত্রছাত্রীদের। পরীক্ষার মার্কশিট যদি চাকরির আবেদনের ক্ষেত্রে গ্রাহ্যই না হয় তাহলে এই মূল্যায়ন প্রক্রিয়ায় মূল্য কতটুকু? সমগ্র দেশে বেকার সমস্যা ভয়াবহ আকার ধারণ করেছে। বরাক উপত্যকায় সরকারি রেজিষ্ট্রিকৃত বেকারের সংখ্যা দুই লক্ষের অধিক। বেকার সমস্যার দায় নিজেদের কাঁধ থেকে ঝেড়ে ফেলার জন্য সরকার এই নতুন কৌশল গ্রহণ করেছে। সরকারের এই হঠকারী সিদ্ধান্তের জন্য ছাত্রছাত্রী ও তাদের অভিভাবকেরা উৎকন্ঠিত হয়ে উঠেছেন।
ফ্রন্টের আরেক আহ্বায়ক ইকবাল নাসিম চৌধুরী বলেন, কোভিদ প্রকোটল মেনে, মাস্ক ও স্যানিটাইজার ব্যবহার করে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে অনায়াসেই পরীক্ষা গ্রহণ করা যেত। ছাত্রছাত্রীরা সমস্ত বছর জুড়ে পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন এবং তারা পরীক্ষা দিতে উৎসুক। সংক্রমণ নিয়ন্ত্রণে রেখে কীভাবে পরীক্ষা গ্রহণ করা যায়, এই বিষয়ে বিশেষজ্ঞরা বিভিন্ন পরামর্শ দিয়েছিলেন। ফ্রন্টের অভিযোগ, নির্বাচনের ডামাডোলে পরীক্ষার বিষয়টি যথেষ্ট যত্ন সহকারে বিবেচনা করে দেখেনি রাজ্য সরকার। তাই এখন এধরণের বিভ্রান্তির সৃষ্টি হয়েছে।
কল্পার্ণব বলেন. সরকারকে অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহার করতে হবে। ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ জীবন নিয়ে ছিনিমিনি খেলা কোনওভাবেই মেনে নেবে না বরাক ডেমোক্রেটিক ইয়ুথ ফ্রন্ট। মাধ্যমিক এবং উচ্চমাধ্যমিক পরীক্ষায় ছাত্রছাত্রীদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই দুই পরীক্ষার ফলাফল চাকরির আবেদনের ক্ষেত্রে মান্যতা প্রদান করতে হবে। নইলে বরাক ডেমোক্রেটিক যুব ফ্রন্ট উপত্যকার ছাত্র-ছাত্রীদের নিয়ে আগামী দিনে পথে নেমে বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে বলে হুঁশিয়ারি দেন কল্পার্ণব।