NE UpdatesBarak UpdatesHappeningsBreaking News
পরীক্ষার্থীদের নিয়ে ছেলেখেলা হচ্ছে, অভিযোগ প্রদেশ কংগ্রেস সম্পাদকের
ওয়েটুবরাক, ৩ জুলাই: মূল্যায়নের ভিত্তিতে ২০২১-এর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া যাবে, তবে এই ফলাফল ভবিষ্যতে কোনও কাজে আসবেনা ও চাকরির ক্ষেত্রে তা গ্রহণযোগ্য হবে না, আসামের শিক্ষামন্ত্রী রনোজ পেগুর এই উক্তি প্রায় ৭ লক্ষ ছাত্রছাত্রীর ভবিষ্যতকে অন্ধকারে ঠেলে দিয়েছে। এমনই মন্তব্য করলেন আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সম্পাদক সঞ্জীব রায়। তাঁর কথায়, সরকারের এমন সিদ্ধান্ত দায়িত্বজ্ঞানহীনতারই পরিচায়ক৷ তাতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রীর মনোবল ভেঙে যাবে৷ নিজেদের ব্যর্থতাকে ঢাকতেই এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার, বলেন সঞ্জীববাবু৷
তিনি জানান, এই করোনা অতিমারিতে অনেক রাজ্য গুরুদায়িত্ব পালন করেছে, পরীক্ষার সফল আয়োজন করেছে৷ আর যে রাজ্যগুলোতে পরীক্ষার আয়োজন করা যায়নি, সেখানে ছাত্রছাত্রীদের ভবিষ্যত চিন্তা করেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তাই আসাম সরকারকেও ছাত্রদের ভবিষ্যৎ সুনিশ্চিত করার সিদ্ধান্ত নেওয়াটাই সময়ের চাহিদা।
নিজের ব্যর্থতা ছাত্রছাত্রীদের ঘাড়ে চাপিয়ে দেওয়া কংগ্রেস দল কোনও ভাবেই বরদাস্ত করবে না বলে হুঁশিয়ারি দেন সঞ্জীব রায়৷ জানিয়ে দেন, “ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছেলেখেলা আমরা কখনও মানব না।”