India & World UpdatesHappenings
পরীক্ষার্থীদের দাবিতেই নিট-জেইই পরীক্ষা, বললেন শিক্ষামন্ত্রী
26 আগস্টঃ পরীক্ষার্থীদের দাবিতেই সেপ্টেম্বরে জেইই-মেন এবং নিট পরীক্ষা নেওয়ার বন্দোবস্ত করেছেন তাঁরা। ওই দুই পরীক্ষায় পরীক্ষার্থীদের হল-এ পৌঁছতে যাতে কোনও অসুবিধা না-হয়, সমস্ত রাজ্যকে তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছেন তাঁরা। এমনটাই দাবি করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক।
ইঞ্জিনিয়ারিং এবং ডাক্তারির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা পিছোনোর বিষয়ে চাপ তৈরির জন্য বুধবার আলোচনায় বসতে চলেছেন বিরোধী নেতারা। বিক্ষোভ হচ্ছে পড়ুয়াদের একাংশের তরফ থেকেও। এই প্রেক্ষিতে শিক্ষামন্ত্রীর দাবি, “বহু পড়ুয়া এবং অভিভাবকেরাই লাগাতার আমাদের জিজ্ঞাসা করে গিয়েছেন যে, নিট-জেইইর পরীক্ষা কেন নেওয়া হচ্ছে না? পড়ুয়ারা কত দিন পড়তে থাকবেন? শেষ পর্যন্ত কী হবে? কত দিনের মধ্যে পরীক্ষা নেওয়া সম্ভব হবে? এর আগে পরিস্থিতি বুঝে পরীক্ষা দু’বার পিছোনো হয়েছে। জেইই-মেনের জন্য যে ৮ লক্ষ ৫৮ হাজার পড়ুয়ার নাম নথিভুক্ত করিয়েছিলেন, মঙ্গলবার পর্যন্ত তাঁদের মধ্যে ৭ লক্ষ ২৫ হাজার অ্যাডমিট কার্ড ডাউনলোড করেছেন।” শিক্ষামন্ত্রীর ইঙ্গিত, পরীক্ষা দিতে আপত্তি নেই অধিকাংশ পরীক্ষার্থীরই।