Barak UpdatesHappeningsBreaking News
পরিসংখ্যান থেকে বাদ পড়ছে গর্ভবতী মা বোনের সংখ্যা !
ওয়েটুবরাক, ৩০ নভেম্বর: শিলচর শহর এলাকার গর্ভবতী মা-বোনদের সঠিক পরিসংখ্যান নিরূপণে জেলার প্রাইভেট প্র্যাকটিসরত প্রসূতি ও স্ত্রীরোগ বিশেষজ্ঞদের সাহায্য চাইলেন জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডাঃ আশুতোষ বর্মন। তিনি এক বিবৃতিতে বলেন, সরকারি বিধি অনুযায়ী জেলার প্রত্যেক গর্ভবতী মা-বোনদের পঞ্জীয়ন বাধ্যতামূলক। এজন্য সরকারি নিয়ম অনুযায়ী জেলার তৃণমূল স্তরের কর্মী আশা এবং এএনএম-রা বাড়ি বাড়ি গিয়ে তাদের পঞ্জীয়নভুক্ত করেন এবং বিভাগীয় মাধ্যমে রিপোর্ট করেন। কিন্তু সমস্যা হল, শিলচর শহর এলাকার কিছু সংখ্যক গর্ভবতীদের নিয়ে। তাদেরকে সনাক্ত করে তাদের পঞ্জীয়ন করতে সরকারি স্বাস্থ্যকর্মীরা অনেকক্ষেত্রে অসুবিধার সম্মুখীন হন এবং অনেক সময়ে তাদের পঞ্জীয়ন আর হয়ে ওঠে না। তারা সরাসরি জেলার বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছে প্রাইভেট চিকিৎসার জন্য চলে যান এবং তাঁদের তত্ত্বাবধানে বেসরকারি হাসপাতালে শিশুর জন্ম দেন। ফলস্বরূপ জেলায় গর্ভবতীর বড় একটা অংশ সরকারি পরিসংখ্যান থেকে বাদ পড়ে যায়। তাই, জেলার যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডা. বর্মণ প্রাইভেট চেম্বারে আসা গর্ভবতী মা-বোনের নাম, ঠিকানা ও ফোন নম্বর প্রদানের অনুরোধ জানান।
বিবৃতিতে তিনি জানান, “নাম, ঠিকানা ও ফোন নম্বর শিলচর ট্রাঙ্ক রোডস্থিত নগর হাসপাতাল (যুগ্ম স্বাস্থ্য সঞ্চালকের বাংলো ক্যাম্পাস)-এর ভারপ্রাপ্ত আধিকারিককে ৮১৩৫৮২২৮০২ ফোন নম্বরে যোগাযোগ করে পাঠানোর অনুরোধ জানানো হচ্ছে।”