Barak UpdatesHappeningsBreaking News

পরিমলদা যাকে বলবেন, তিনিই ধলাইয়ে প্রার্থী : হিমন্ত

ওয়েটুবরাক, ২৩ মে: ধলাই বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপির প্রার্থী কে হবেন, এটিই এখন কাছাড়ের রাজনীতির গুরুত্বপূর্ণ প্রশ্ন৷ এ ব্যাপারে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মুখের দিকে তাকিয়ে সবাই৷ কিন্তু সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে বিপাকে ফেলে হিমন্ত প্রকাশ্যে সব দায়দায়িত্ব তাঁর কাঁধে ঠেলে দিলেন৷ তিনি সাংবাদিকদের বলেন, “পরিমলদা যাকে বলবেন, তিনিই হবেন ধলাইর প্রার্থী৷”

Rananuj

প্রকাশ্যে তাঁর কাঁধে এই দায়িত্ব অর্পণের দরুন টিকিটের দাবিদারদের কাছে পরিমলকে এ বার পরীক্ষা দিতে হবে, কাকে তিনি এই পদের অধিকতর যোগ্য বলে মনে করেন৷ যাদের টিকিট দেওয়া হবে না, তাঁদের কাছে স্পষ্ট হবে, তিনিই টিকিটটা দিলেন না৷ তাঁর একক অনিচ্ছার দরুন বিধায়ক হওয়া আটকে গেল৷ দ্বিতীয়ত, এ ভাবে পূর্ণ দায়িত্ব চলে আসার পর পুত্র উৎপলের নামটাই চূড়ান্ত করা পরিমল শুক্লবৈদ্যর মতো একজন প্রবীণ নেতার পক্ষে সম্ভব নাও হতে পারে৷ এই ধরনের ব্যাপার না ঘটলে তিনি হয়তো পুত্রের জন্য সুপারিশ করতে পারতেন৷

এর পরও প্রশ্ন থেকে যায়, প্রকাশ্য ঘোষণায় এমন গুরুদায়িত্ব পেলেও হিমন্ত জমানায় আদৌ কি তাঁর একক ইচ্ছায় টিকিট প্রদান সম্ভব হবে?

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker