Barak UpdatesHappeningsBreaking News
পরিবেশ দিবসে শুকতারার ভার্চুয়াল সেমিনার
৫ জুন : বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শিলচরের শুকতারা আর্থ-সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা শনিবার এক ভার্চুয়াল সেমিনারের আয়োজন করে। সংস্থার ফেসবুক পেজ থেকে সন্ধ্যা ৬টা ৫০ মিনিটে এই সেমিনারের সরাসরি সম্প্রচার শুরু হয়। সংস্থার সভাপতি শৈবাল শোভন দেবের প্রারম্ভিক বক্তব্যের মাধ্যমে সেমিনারের সূচনা হয়। এতে অংশগ্রহণ করেন আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন প্রো-ভাইস চ্যান্সেলর তথা পরিবেশ বিজ্ঞান বিভাগের ডিন প্রফেসর অভীক গুপ্ত এবং আসাম বিশ্ববিদ্যালয়ের লাইফ সায়েন্স ও বায়ো ইনফরমেটিক্স বিভাগের অধ্যাপক ড. শুভদীপ রায় চৌধুরী।
বক্তারা পরিবেশ সংরক্ষণ ও অতিমারি বিষয়ে আলোচনা করেন। প্রাকৃতিক ভারসাম্য ও বিভিন্ন রোগের বিশ্বব্যাপী প্রকোপের মধ্যে যে যোগসূত্র রয়েছে, তা বক্তাদের আলোচনায় উঠে আসে। পরিবেশ রক্ষা এবং অতিমারি সংক্রান্ত বিভিন্ন তথ্য বিষয়েও এই সেমিনারে আলোচনা করা হয়।
এ দিনের সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন হিমানীশ ভট্টাচার্য। শুকতারা এনজিওর পক্ষ থেকে শুভানুধ্যায়ীদের এই লাইভ সেমিনারটি উপভোগ করার জন্য ধন্যবাদ জানিয়েছেন সম্পাদক পরমা বন্দ্যোপাধ্যায়।