Barak UpdatesHappeningsBreaking News

পরিবারের সদস্যদের নিয়ে বরাক এডুকেশন সোসাইটির ২২তম অধিবেশন 

ওয়েটুবরাক, ১ অক্টোবর: প্রথমবারের মতো পরিবারের সদস্যদের নিয়ে বার্ষিক সাধারণ সভার আয়োজন করল বরাক এডুকেশন সোসাইটি। রবিবার সোসাইটির ২২তম এই অধিবেশন আসাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহকারী অধ্যাপক তথা সোসাইটির কেন্দ্রীয় সভাপতি ড. আলাউদ্দিন মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় । সভায় প্রথমে কেন্দ্রীয় সাধারণ সচিবের পক্ষে সোসাইটির প্রতিবেদন ও হিসেব উপস্থাপন করেন সাধারণ সচিব মাহমুদ হোসেন মজুমদার। পরে সাংগঠনিক নানা বিষয়ে আলোচনা করে সোসাইটির  ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়। এরমধ্যে গুণগত শিক্ষার প্রসার, সমাজহিতৈষী বিভিন্ন প্রকল্পের বাস্তবায়ন, সরকারের জনস্বার্থ বিষয়ে গৃহীত কার্যসমূহে সহযোগী হওয়া ইত্যাদি উল্লেখযোগ্য।  পূর্বতন কমিটির মধ্যে আরও কিছু সদস্যের সংযুক্তি ঘটিয়ে সোসাইটিকে শক্তিশালী করে চলতি বছরেরও কার্যভার সামলে নেয়ার দায়িত্ব অর্পণ করা হয়। পূর্ণ কমিটি এরকমের – সভাপতি ড. আলাউদ্দিন মন্ডল, কার্যকরী সভাপতি তাজ উদ্দিন লস্কর, ড. শুভদীপ রায়চৌধুরী, জামিল আহমেদ বড়ভুইয়া, ড. বাহারুল ইসলাম লস্কর, সাধারণ সম্পাদক লালমিয়া লস্কর, যুগ্ম সম্পাদক ইকবাল বাহার লস্কর (প্রচার), সহকারী সম্পাদক আবুল হোসেন লস্কর (নতুন সংযুক্তি), মাহমুদ হোসেন মজুমদার, ড. রুহুল আমিন, কর্মসূচি সংযোজক ও সোসাইটির মুখপত্র সম্পাদক ড. নজমুল হোসেন লস্কর, ছাত্র কল্যাণ সচিব রাগীব হোসেন চৌধুরী, মহিলা কল্যাণ সচিব ড. আয়েসা আফসানা (নতুন সংযুক্তি)। কার্যকরী সদস্য ও কেন্দ্রীয় সংযোজক ড. আবুল হাসান চৌধুরী, সদস্য ড. সাদিক আহমদ লস্কর, ড. আলি হোসেন বড়ভুইয়া, ড. বিমল সিংহ, দিদারুল ইসলাম তালুকদার, লাইলী বেগম বড়ভুইয়া, আমির আহমদ বড়ভুইয়া, আলতাফ হোসেন বড়ভুইয়া, জাকারিয়া আহমদ বড়ভুইয়া (অতিরিক্ত ভাবে কাছাড় জেলা সংযোজক) ও  মিলন উদ্দিন লস্কর (নতুন সংযুক্তি)।
অনুষ্ঠিত সভায় অংশ নেন সোসাইটির অন্যতম উপদেষ্টা তৈমুর রাজা চৌধুরী‌, সোসাইটির কেন্দ্রীয় সংযোজক তথা আসাম বিশ্ববিদ্যালয়ের উপ নিবন্ধক ড. আবুল হাসান চৌধুরী, সোসাইটির উপদেষ্টা তথা সোনাই কলেজের অধ্যক্ষ ড. বাহারুল ইসলাম লস্কর, আবুল হোসেন লস্কর প্রমুখ৷ সভায় নিজেদের বিভাগে সদ্য পদোন্নতি পাওয়া ড. আলাউদ্দিন মন্ডল, ড.  শুভদীপ রায়চৌধুরী, ড. আবুল হাসান চৌধুরী ও আবুল হোসেন লস্করকে বিশেষভাবে সংবর্ধিত করা হয়। এছাড়া সোসাইটির পঞ্জীয়নে বিশেষ অবদান রাখায় মাহমুদ হোসেন মজুমদার ও জামিল আহমেদ বড়ভূইয়াকেও সম্মানিত করা হয়। সভা সঞ্চালনা করেন লালমিয়া লস্কর। সভায় ধন্যবাদ সূচক বক্তব্য রাখেন জামিল আহমেদ বড়ভূইয়া। সবশেষে সোসাইটি আয়োজিত এক গেট টুগেদারে পরিবারের সব সদস্যদের নিয়ে অংশ নেন সদস্যরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker